Jio do not disturb: ঘন ঘন স্প্যাম কলে বিরক্ত হয়ে উঠেছেন? জিও সিম থাকলে এই ছোট্ট সেটিংস বদলে নিন

Jio DND: স্প্যাম কল বড়ই বিরক্তিকর। এটি শুধু কাজে ব্যাঘাত ঘটায় না, সাইবার হানার ঝুঁকিও বাড়িয়ে তোলে। তবে অবাঞ্ছিত কল বন্ধ করার জন্য জিও এক বিশেষ সুবিধা দিয়ে থাকে ইউজারদের।

Suvrodeep Chakraborty 29 Nov 2024 12:54 PM IST

স্প্যাম কল এবং এসএমএস চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন ইউজারদের কাছে। প্রতিদিন প্রচুর মানুষের ব্যক্তিগত ও পেশাদার জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে এই স্প্যাম কল। এআই এবং মেশিন লার্নিংয়ের মতো আধুনিক প্রযুক্তি এলেও, নিত্য নতুন উপায়ে স্প্যাম কল করছে অপরাধীরা। সেই সব অবাঞ্ছিত কল ঠেকানোর জন্য জিও (Jio)-এর একটি বিশেষ সুবিধা ব্যবহার করতে পারেন।

জিও ডিএনডি পরিষেবা

আপনার কাছে যদি জিও সিম থাকে তাহলে এই ফিচারটি আজই চালু করে দিন। সাইবার হানার ঝুঁকি ইউজারদের বাঁচাতে একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে টেলিকম সংস্থাগুলি। তার মধ্যে একটি জিও-এর কাস্টমাইজযোগ্য ডু নট ডিস্টার্ব (DND) পরিষেবা। এটি মাইজিও অ্যাপ থেকে চালু করতে পারবেন।

ভারতে জিও নেটওয়ার্ক ইউজারদের জন্য এটি একটি বেশ কার্যকর উপায়। মাইজিও অ্যাপের মাধ্যমে কাস্টমাইজেবল ডু নট ডিস্টার্ব (DND) পরিষেবা ব্যবহার করতে পারেন। এটি ইউজারদের OTP এবং লেনদেন সংক্রান্ত মেসেজগুলির মতো জরুরি আপডেট পাওয়ার সময় স্প্যাম কল এবং এসএমএস ব্লক করতে সাহায্য করে।

জিও অ্যাপে স্প্যাম কল ও এসএমএস ব্লক করুন

এ কথা অস্বীকার করা উপায় নেই যে স্প্যাম কল এবং মেসেজ বিশ্বব্যাপি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কৌশলে ফিসিং, হ্যাকিং, ব্ল্যাকমেলিংয়ের মতো অপরাধ করা হয়। জিও অ্যাপে এটি বন্ধ করার উপায় ধাপে ধাপে জেনে নিন।

* প্রথমে মাইজিও অ্যাপ ওপেন করে আপনার জিও নম্বর দিয়ে লগইন করুন।

* এবার More সেকশনে ক্লিক করুন।

* তারপর Do Not Disturb অপশনটি বেছে নিন।

* এখানে কী কী বন্ধ করতে চান তা বাছা যাবে।

আপনি যদি সমস্ত স্প্যাম কল এবং মেসেজগুলি ব্লক করতে চান তাহলে এটি বেছে নিন।

* এর পাশাপাশি কোন কোন প্রমোশনাল ক্যাটাগরি ব্লক করতে চান সেটিও বাছতে পারবেন।

আপনার পছন্দের DND সেটিং বাছা হয়ে গেলে, পরিবর্তনগুলি নিশ্চিত করে অন করে দিন।

Show Full Article
Next Story