Jio-র এই প্ল্যানের কাছে টেক্কা পাবে না Airtel, একই মূল্যে 182 জিবি অতিরিক্ত ডেটা ও 23 দিন বেশি ভ্যালিডিটি

ভারতের দুই শীর্ষ স্থানীয় টেলিকম অপারেটর হলো Relaince Jio এবং Bharti Airtel। এই উভয় টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের...
techgup 8 Dec 2023 11:53 AM IST

ভারতের দুই শীর্ষ স্থানীয় টেলিকম অপারেটর হলো Relaince Jio এবং Bharti Airtel। এই উভয় টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের একাধিক প্রিপেড প্ল্যান অফার করে থাকে। যে কারনে, গ্রাহকদের নিজের জন্য সব থেকে সেরা প্ল্যানটি বেছে নিতে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ আজ আমরা এই প্রতিবেদনে Airtel এবং Jio-এর একটি সেরা বার্ষিক প্ল্যান সম্পর্কে আলোচনা করবো, যার দাম ২,৯৯৯ টাকা। যদিও দাম এক হলেও উভয় সংস্থার এই প্ল্যানের সুবিধাগুলি কিন্তু অনেকটাই আলাদা। আসুন Airtel বা Jio-এর ২,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Jio-এর ২,৯৯৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ১ বছর এবং এর সাথে পাওয়া যাবে মোট ৯১২.৫ জিবি ডেটা। অর্থাৎ এই প্ল্যানের ব্যাবহারকারীরা ৩৬৫ দিন প্রতিদিন ২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, পাবেন আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস। উল্লেখ্য, এখানে এখন দিওয়ালি অফার হিসেবে অতিরিক্ত ২৩ দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। অর্থাৎ, জিওর ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে পাওয়া যাবে মোট ৩৮৮ দিনের ভ্যালিডিটি। আর অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে থাকছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও সিকিউরিটির মতো অ্যাপগুলি অ্যাক্সেস করার সুযোগ।

Airtel-এর ২,৯৯৯ টাকার প্ল্যান

এয়ারটেল তার এই প্ল্যানে এক বছরের বৈধতা সহ প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস অফার করে থাকে। আর অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে পাওয়া যায় অ্যাপোলো ২৪×৭ সার্কেলের বেনিফিট, FASTag-এ ১০০ টাকার ক্যাশব্যাক সহ বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস করার সুযোগ।

Jio এবং Airtel-এর প্ল্যানের মধ্যে কোনটি সেরা

যদি উপরিউক্ত প্ল্যানগুলি সম্পর্কে তুলনামূলক আলোচনা করা হয় তাহলে দেখা যাবে Jio-র প্ল্যানটিই Airtel-এর প্ল্যানের চেয়ে সব দিক দিয়ে সেরা। কারণ, Jio-র প্ল্যানে পাওয়া যাচ্ছে মোট ১৮২ জিবি অতিরিক্ত ডেটা। আবার, দিওয়ালি স্পেশাল অফারের জন্য পাওয়া যাচ্ছে ২৩ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি।

Show Full Article
Next Story
Share it