Jio নাকি Airtel, কার 5G পরিষেবা সেরা, কোন অঞ্চলে ও ফোনে পরিষেবা পাওয়া যাবে

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে 5G নেটওয়ার্ক। প্রাথমিকভাবে দেশের নির্বাচিত কয়েকটি...
techgup 27 Oct 2022 3:49 PM IST

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছে 5G নেটওয়ার্ক। প্রাথমিকভাবে দেশের নির্বাচিত কয়েকটি শহরে এই নতুন পরিষেবা চালু করেছে Reliance Jio এবং Bharti Airtel। এর ফলে বিগত কয়েক সপ্তাহ ধরে ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে 4G সিমেই পঞ্চম প্রজন্মের হাই-স্পিড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারছেন। আপাতত যে তথ্য সামনে এসেছে তা দেখে বলা যায়, Jio এবং Airtel, উভয় সংস্থাই ইউজারদেরকে দুরন্ত গতির নেট পরিষেবা প্রদান করছে। তবে এক্ষেত্রে বলে রাখি, ব্যবহারকারীদেরকে এই ঝড়ের গতির নেট সার্ভিস অফার করার জন্য সংস্থা দুটি যে টেকনোলজি ব্যবহার করছে, তার মধ্যে কিন্তু একটু ফারাক রয়েছে। চলুন, Jio এবং Airtel-এর 5G পরিষেবা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক।

Airtel বনাম Reliance Jio-র 5G প্রযুক্তি

৫জি-র জন্য জিও এবং এয়ারটেল আলাদা প্রযুক্তি ব্যবহার করছে। দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি জিও বর্তমানে ইউজারদেরকে স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্কের মাধ্যমে ৫জি পরিষেবা অফার করছে। অর্থাৎ, সংস্থার নেটওয়ার্কটি একটি ৫জি কোরে চলবে এবং এটি বিদ্যমান এলটিই (LTE) কোরের ওপর নির্ভর করবে না। অন্যদিকে, চলতি সময়ে নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) ৫জি নেটওয়ার্কের মাধ্যমে ইউজারদেরকে ঝড়ের গতির নেট সার্ভিস প্রদান করছে এয়ারটেল। উল্লেখ্য যে, এই টেকনোলজি ৪জি কোরের উপর নির্ভরশীল। তবে উভয় ক্ষেত্রেই দুরন্ত গতির নেট স্পিড পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

এই সমস্ত শহরগুলিতে পাওয়া যাচ্ছে Bharti Airtel এবং Reliance Jio-র 5G পরিষেবা

চলতি সময়ে দিল্লি, মুম্বাই, কলকাতা, বারাণসী, চেন্নাই - এই পাঁচটি শহরে জিও-র ৫জি নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাচ্ছে। তদুপরি, গত শনিবার রাজস্থানের নাথদ্বারা মন্দিরে জিও ট্রু ৫জি-পাওয়ারড ওয়াই-ফাই (Jio True 5G-powered Wi-Fi) পরিষেবা চালু করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি, যার সুবাদে কোনো ৫জি স্মার্টফোন কিংবা ৫জি সাপোর্টেড ডিভাইস না থাকা সত্ত্বেও ইউজাররা সংস্থার দুরন্ত গতির নেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এটি জিও এবং নন-জিও উভয় ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য, তবে আপাতত নির্বাচিত কিছু জায়গাতেই এই পরিষেবা উপলব্ধ রয়েছে। অন্যদিকে, বর্তমানে মুম্বাই, দিল্লি, বারাণসী, চেন্নাই, শিলিগুড়ি, নাগপুর, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু - এই আটটি শহরে এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে উভয় টেলিকম কোম্পানিই দেশের আপামর জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে, খুব শীঘ্রই ভারতের আরও বেশ কয়েকটি শহরের মানুষ এই 'রকেটের' গতির নেট সার্ভিসের স্বাদ চেখে দেখতে সক্ষম হবেন।

কোন কোন স্মার্টফোনে মিলবে Bharti Airtel এবং Reliance Jio-র 5G সার্ভিস?

বর্তমানে দেশের বেশিরভাগ 5G কানেক্টিভিটি যুক্ত ডিভাইসেই পাওয়া যাচ্ছে Airtel এবং Reliance Jio-র হাই-স্পিড নেটওয়ার্ক সার্ভিস। তবে এখনও বেশ কিছু স্মার্টফোনে সংস্থাদ্বয়ের পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা মিলছে না। সেক্ষেত্রে উভয় টেলিকম কোম্পানিই জানিয়েছে যে, স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলির তরফ থেকে উপযুক্ত সফ্টওয়্যার আপডেট রোলআউট করা হলেই সমস্যার সমাধান হবে; আর সেজন্য ইতিমধ্যেই সবকটি ওইএম (OEM অর্থাৎ অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) তাদের 5G সাপোর্টেড ডিভাইসগুলির জন্য ওটিএ (OTA অর্থাৎ ওভার-দ্য-এয়ার) আপডেট রোলআউট করা শুরু করে দিয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, চড়া দামের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও বহুল জনপ্রিয় iPhone-এ কিন্তু এখনও 5G পরিষেবা উপলব্ধ হয়নি। তবে Apple-এর তরফে জানা গিয়েছে যে, ডিসেম্বরে উপযুক্ত সফ্টওয়্যার আপডেট রোলআউট হলেই পঞ্চম প্রজন্মের 'রকেটের' গতির নেট সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন iPhone ইউজাররা।

Show Full Article
Next Story