Airtel এর থেকে ৮০ টাকা কমে Jio দিচ্ছে ৩২ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা সহ এক্সট্রা ভ্যালিডিটি

গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও ও এয়ারটেল। ফলে দুই সংস্থার ২৮, ৫৬, ৮৪ বা তার বেশি দিনের প্ল্যানগুলির মধ্যে কোনটি রিচার্জ করা…

Jio Vs Airtel Plan Get 32Gb Extra Free Data With 80 Rupees Less Than Airtel

গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে রিলায়েন্স জিও ও এয়ারটেল। ফলে দুই সংস্থার ২৮, ৫৬, ৮৪ বা তার বেশি দিনের প্ল্যানগুলির মধ্যে কোনটি রিচার্জ করা এখন লাভজনক তা নির্বাচন করা মুশকিল। তবে চিন্তা করবেন না, আমরা আপনাকে সঠিক রিচার্জ প্ল্যান খুঁজে দেব। এই প্রতিবেদনে আমরা Jio এবং Airtel এর এমন দুটি রিচার্জ প্ল্যানের কথা বলবো, যেখানে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, এসএমএস ও ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আসুন এই দুই রিচার্জ প্ল্যানের দাম ও সুবিধা দেখে নেওয়া যাক।

Jio এর ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও-র ৮৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হচ্ছে। আর এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। অর্থাৎ, গ্রাহকরা মোট ১৮০ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। তবে এই মুহূর্তে জিও এই প্ল্যানের সাথে আরও ২০ জিবি ফ্রি ডেটা দিচ্ছে।

বিনামূল্যে ডেটা ছাড়াও Jio-র এই রিচার্জ প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। আর অতিরিক্ত সুবিধার কথা বললে, এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়।

Airtel এর ৯৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এর ভ্যালিডিটি ৮৪ দিন। ফলে মোট ১৬৮ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। আবার এখানে আনলিমিটেড কলিং এবং এসএমএস এর সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: Airtel লঞ্চ করল 26 টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান, পাবেন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

এছাড়া অতিরিক্ত বেনিফিটের কথা বললে, Airtel এই রিচার্জ প্ল্যানের সাথে সোনি লিভ, লায়ন্সগেট প্লে, আহা, চৌপাল, হইচই, সানএনএক্সটি সহ ২২টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দিচ্ছে।

জিও এর ৮৯৯ টাকা রিচার্জ প্ল্যান বনাম এয়ারটেল এর ৯৭৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও এবং এয়ারটেলের ৮৯৯ টাকার এবং ৯৭৯ টাকার প্ল্যানের দামের মধ্যে পার্থক্য ৮০ টাকা। আর জিওর প্ল্যানটি যেখানে ৯০ দিনের জন্য বৈধ, সেখান এয়ারটেল ৮৪ দিনের বৈধতা দিচ্ছে। ফলে জিওর ৮৯৯ টাকার প্ল্যানে ৮০ টাকা কম খরচ করে ৩২ জিবি এক্সট্রা ডেটা এবং ৬ দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। কিন্তু এয়ারটেলের প্ল্যানের‌ সাথে আপনি ২২টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন