Jio vs Airtel vs Vi: ২০০ টাকার কমে আনলিমিটেড কল ও ডেটা, সেরা রিচার্জ প্ল্যান দেখুন

বর্তমানে এই চরম মূল্যবৃদ্ধির বাজারে আপনি কি সস্তায় সারা মাসের ভ্যালিডিটি প্রদানকারী কোনো রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে...
techgup 1 Sept 2022 8:10 PM IST

বর্তমানে এই চরম মূল্যবৃদ্ধির বাজারে আপনি কি সস্তায় সারা মাসের ভ্যালিডিটি প্রদানকারী কোনো রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ আজ আমরা দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকম অপারেটর Reliance Jio (রিলায়েন্স জিও), Airtel (এয়ারটেল), এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই)-এর ঝুলিতে মজুত থাকা ২০০ টাকার রেঞ্জে উপলব্ধ কয়েকটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। যারা একটু কম বাজেটের রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্য এই প্ল্যানগুলি যথাযথ তো বটেই, আবার এমন অনেকেই আছেন যারা নেটের জন্য মূলত বাড়ি কিংবা অফিসের ওয়াই-ফাই ব্যবহার করেন। ফলে তখন তারা এমন কোনো প্ল্যান রিচার্জ করতে চান যাতে আনলিমিটেড কল, পর্যাপ্ত এসএমএসের পাশাপাশি কাজ চালিয়ে নেওয়ার মতো ডেটা পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি যদি এই দলের অন্তর্ভুক্ত হন, তাহলেও আপনার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উল্লিখিত প্ল্যানগুলি এককথায় আদর্শ বললেই চলে। চলুন, সস্তার এই রিচার্জ প্ল্যানগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

২০০ টাকার রেঞ্জে উপলব্ধ Jio-র প্রিপেইড প্ল্যান

১৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ২০ দিনের মেয়াদে রোজ ১ জিবি করে ডেটা পাওয়া যায়। সেইসাথে আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০ টি করে এসএমএস করার সুযোগও রয়েছে।

১৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকদেরকে ২৪ দিনের জন্য দৈনিক ১ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগ দেওয়া হয়েছে।

২০৯ টাকার প্ল্যান: এই জিও প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের জন্য রোজ ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়।

উল্লেখ্য যে, উপরিউক্ত তিনটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলির কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

২০০ টাকার রেঞ্জে Airtel-এর প্রিপেইড প্ল্যান

১৫৫ টাকার প্ল্যান: এই প্রিপেইড প্ল্যানে ২৪ দিনের মেয়াদে ৩০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলের পাশাপাশি মোট ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে ফ্রি Hellotunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

১৭৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ৩০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে। এই প্ল্যানের অতিরিক্ত বেনিফিটগুলির মধ্যে রয়েছে ফ্রি Hellotunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন।

২০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে ২১ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএস, এবং প্রতিদিন ১ জিবি করে ডেটা অফার করা হয়। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে মিলবে ফ্রি Hellotunes এবং বিনামূল্যে Wynk Music-এর সাবস্ক্রিপশনের সুবিধা।

২৩৯ টাকার প্ল্যান: এতে ২০৯ টাকার প্ল্যানে উপলব্ধ সকল সুবিধাই মিলবে। তবে পার্থক্যটা হল, এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৪ দিন।

২০০ টাকার কমে উপলব্ধ Vi-এর প্রিপেইড প্ল্যান

১৭৯ টাকার প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য আনলিমিটেড কল, ২ জিবি ডেটা এবং ৩০০ টি এসএমএস পাওয়া যায়। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে Vi Movies & TV অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।

১৯৫ টাকার প্ল্যান: এতে ১৭৯ টাকার প্ল্যানে উপলব্ধ সকল সুবিধাই মিলবে। তবে ফারাকটা হল, এই প্ল্যানটির ভ্যালিডিটি পুরো এক মাস।

Show Full Article
Next Story