Jio vs Airtel vs BSNL vs Vi: এক বছরের সেরা রিচার্জ প্ল্যান, জিও, এয়ারটেল, ভিআই নাকি বিসএসএনএল দিচ্ছে সস্তায় সুবিধা
জিওর স্মার্টফোনের জন্য 365 দিনের বৈধতা সহ আসা প্ল্যানের দাম 3,599 টাকা। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।
আপনি যদি বারবার রিচার্জ করতে না চান, তাহলে দীর্ঘমেয়াদি বার্ষিক প্ল্যান বেছে নিতে পারেন। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্রাহকদের বিভিন্ন দামের বার্ষিক প্ল্যান অফার করে। এই প্রতিবেদনে আমরা সংস্থাগুলির এই প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করবো। উল্লেখ্য, Jio দুধরনের প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে - জিও ফোনের জন্য ও স্মার্টফোনের জন্য। আসুন দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যানগুলি দাম ও সুবিধা দেখে নেওয়া যাক
Jio-র লম্বা ভ্যালিডিটির বার্ষিক প্ল্যান
রিলায়েন্স জিও তাদের জিও ফোন ব্যবহারকারীদের জন্য 336 দিনের একটি ভ্যালু প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম 895 টাকা এবং এখানে 24 জিবি ডেটা পাওয়া যায়। এতে আনলিমিটেড কলিং, প্রতি 28 দিনে 50টি এসএমএস এবং জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হবে।
জিওর স্মার্টফোনের জন্য 365 দিনের বৈধতা সহ আসা প্ল্যানের দাম 3,599 টাকা। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর বিকল্প রয়েছে। এই প্ল্যানেও জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel এবং Vi এর বার্ষিক প্ল্যান
এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) উভয়ই একই দামে 365 দিনের বৈধতার সাথে প্ল্যান লঞ্চ করছে। এগুলির দাম 1999 টাকা এবং এখানে মোট 24 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কল করার সুবিধা দেওয়া হয়।
BSNL এর এক বছরের প্ল্যান
ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ২,৯৯৯ টাকায় একটি বার্ষিক প্ল্যান অফার করছে। এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি দৈনিক ডেটা দেওয়া হচ্ছে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যায়। এছাড়াও প্রতিদিন 100টি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে।
জিওর স্মার্টফোনের জন্য 365 দিনের বৈধতা সহ আসা প্ল্যানের দাম 3,599 টাকা। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।