অবশেষে JioCinema Premium চালু করল কোম্পানি, কত টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে জেনে নিন
সমস্ত জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে ভারতে লঞ্চ হল JioCinema Premium পরিষেবা। চলতি IPL 2023 ইভেন্টের গোড়ার দিক থেকেই...সমস্ত জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে ভারতে লঞ্চ হল JioCinema Premium পরিষেবা। চলতি IPL 2023 ইভেন্টের গোড়ার দিক থেকেই শোনা যাচ্ছিল যে, এবারের ক্রিকেট ম্যাচের OTT সম্প্রচারকারী প্ল্যাটফর্মটিকে আর একেবারে ফ্রি-তে অ্যাক্সেস করা যাবেনা। খুব শীঘ্রই নূন্যতম ৯৯ টাকা চার্জ দিয়ে JioCinema-য় নানা প্রিমিয়াম কন্টেন্ট দেখা যাবে, এমনটাও বলা হচ্ছিল। সেক্ষেত্রে এবার সত্যিই কোম্পানিটি JioCinema Premium পরিষেবার ওপর আনুষ্ঠানিকভাবে সীলমোহর দিয়েছে, যেখানে তাদের ইউজাররা এবার নির্দিষ্ট প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। উল্লেখ্য, JioCinema-তে নির্দিষ্ট স্পোর্টস ইভেন্ট ছাড়াও বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা, শো ইত্যাদি দেখা যাবে; আবার JioCinema Premium পরিষেবার অধীনে ইউজার বা সাবস্ক্রাইবাররা HBO Studio-র এক্সক্লুসিভ কন্টেন্টও উপভোগ করতে পারবেন। চলুন, এখন নতুন JioCinema Premium প্ল্যানের ওপর একটু চোখ বোলানো যাক।
JioCinema Premium: ইউজারদের এই প্ল্যানটি সাবস্ক্রাইব করতে হবে
এর আগে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল যে জিও সিনেমা প্রিমিয়ামের অধীনে মোট তিনটি প্ল্যান চালু হবে – ৯৯ টাকার গোল্ড, ২ টাকা দামের ডেইলি এবং ৫৯৯ টাকার প্ল্যাটিনাম প্ল্যান। কিন্তু এই মুহূর্তে জিও সিনেমা তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবার জন্য একটি মাত্র প্ল্যান লঞ্চ করেছে, যার দাম ৯৯৯ টাকা। এটি একটি বার্ষিক প্ল্যান, যা চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে সাবস্ক্রাইবাররা উচ্চ মানের ভিডিও এবং অডিও উপভোগ করতে পারবেন। আর হলিউডের কন্টেন্ট অ্যাক্সেস করতে পারার সুবিধা তো থাকছেই।
কীভাবে JioCinema Premium-এ সাবস্ক্রাইব করবেন?
১. জিও সিনেমা প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিতে প্রথমে কোম্পানির ওয়েবসাইট বা অ্যাপে যান এবং স্ক্রিনের উপরে প্রদত্ত নতুন 'সাবস্ক্রাইব' (Subscribe) অপশনে ক্লিক করুন।
২. এরপর ৯৯৯ টাকার একমাত্র প্ল্যানটি দেখতে পেলে 'কন্টিনিউ অ্যান্ড পে রুপিস ৯৯৯' (Continue and pay Rs 999) অপশনটি বেছে নিন।
৩. এবারে ইউপিআই (UPI) বা ব্যাঙ্ক কার্ডের (ক্রেডিট কিংবা ডেবিট) মাধ্যমে পেমেন্ট করুন। ব্যস এতেই কাজ হয়ে যাবে।
JioCinema Premium-এ এই HBO শোগুলি দেখা যাবে
১. The Last of Us,
২. House of the Dragon,
৩. Chernobyl,
৪. White House Plumbers,
৫. White Lotus,
৬. Mare of Easttown,
৭. Winning Time,
৮. Barry,
৯. Succession,
১০. Big Little Lies,
১১. Westworld,
১২. Silicon Valley,
১৩. True Detective,
১৪. Newsroom,
১৫. Game of Thrones,
১৬. Entourage,
১৭. Curb Your Enthusiasm,
১৮. Perry Mason.