JioHotstar ডোমেইন ফ্রি-তেই পেয়ে যেতে পারেন মুকেশ আম্বানিরা, রিলায়েন্সকে নয়া অফার দিল দুবাইয়ের দুই ভাইবোন

JioHotstar Domain Free - জিওহটস্টার (JioHotstar) ডোমেইন নিয়ে লড়াই এবার নতুন মোড় নিল। দুই কোম্পানি একত্রিত হতে পারে তা আন্দাজ করে জিওহটস্টার ডোমেইন আগেই কিনে নেন দিল্লির এক যুবক।

Suvrodeep Chakraborty 11 Nov 2024 2:09 PM IST

জিওহটস্টার (JioHotstar) ডোমেইন নিয়ে লড়াই এবার নতুন মোড় নিল। দুই কোম্পানি একত্রিত হতে পারে তা আন্দাজ করে জিওহটস্টার ডোমেইন আগেই কিনে নেন দিল্লির এক যুবক। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, উচ্চ শিক্ষার জন্য এটি কিনে তিনি রিলায়েন্সকে বিক্রি করতে চান। যদিও মুকেশ আম্বানির সংস্থা সেই প্রস্তাব নাকচ করে দেয়। তবে এখন ওই সাইটের মালিকানা আর দিল্লির যুবকের কাছে নেই। এটি কিনে নিয়েছেন দুবাইয়ের দুই ভাইবোন - জয়নাম এবং জিভিকা।

সবচেয়ে অবাক করা বিষয় হল, এই ডোমেইনটি রিলায়েন্সকে সম্পূর্ণ বিনামূল্যে দিতে চায় তারা এবং সমস্ত কাগজপত্রের সঙ্গে। ওয়েবসাইটে একটি আপডেট শেয়ার করে দু’জন লিখেছেন, আমরা মনে করি টিম রিলায়েন্সের কাছে ডোমেইনটি থাকা উচিত। যদি তারা এটি চায়। আমরা তাদের কাছে jiohotstar.com বিনামূল্যে দিতে পেরে খুশি হব। সমস্ত কাগজপত্র-সহ।”

জিওহটস্টার ডোমেইনের মালিক কীভাবে হলেন তাঁরা?

এই ঘটনার সূত্রপাত গত মাসে। যখন দিল্লির এক ডেভেলপার এটি কিনে নেন। তারপর তিনি ১ কোটি টাকার বিনিময়ে ডোমেইনটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। উচ্চ শিক্ষার জন্য এই টাকার দরকার বলে জানিয়েছিলেন তিনি।

পরে তিনি বলেন, রিলায়েন্স তার প্রস্তাব প্রত্যাখ্যান করায়, দুবাইয়ের দুই ভাইবোনদের কাছে ডোমেইনটি বিক্রি করেন। নতুন মালিকরা জানান, তাদের একমাত্র লক্ষ্য ছিল ওই যুবককে সাহায্য করা এবং আমাদের সেবার যাত্রা ভাগ করা। ডোমেইনটি বিক্রি করতে আমরা রাজি ছিলাম না। সম্প্রতি ডোমেইন কিনতে ইচ্ছুক লোকদের কাছ থেকে অনেক ইমেল পেয়েছি আমরা।

কী জানিয়েছে জিওহটস্টারের নতুন মালিক?

নতুন মালিক তাদের ওয়েবসাইটে স্পষ্ট করে জানায়, 'গত কয়েক সপ্তাহ ধরে, আমরা কেন ডোমেইনের মালিক হলাম এবং এটি জিও ও হটস্টারের মধ্যে কোনও সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি হতে চলেছি কিনা তা নিয়ে অনেক কথা বলা হয়েছে এবং এমনকী ভিডিয়োও তৈরি হয়েছে। আমরা সবরকম বিভ্রান্তি দূর করতে চাই। আমরা কখনই কোনও বিতর্ক সৃষ্টি করতে চাইনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল উক্ত ডেভেলপারকে সমর্থন করা এবং আমাদের সেবা যাত্রা ভাগ করা।'

'সমস্ত আলোচনার পরে আমরা রিলায়েন্সকে ডোমেইনটি দিতে চাই। সমস্ত কাগজপত্র-সহ আমরা এটি দিতে পেরে খুশি হব। রিলায়েন্স বা কোনোও আইনি গোষ্ঠীর কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি বা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনওভাবে চাপ দেয়নি। বন্ধুবান্ধব, পরিবার বা অন্য কারও চাপ ছাড়াই আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি।'

Show Full Article
Next Story