Jio-র সস্তা রিচার্জ প্ল্যান, ৭৫ টাকায় ২৩ দিন ধরে আনলিমিটেড কল, ডেটা সহ অনেক কিছু

স্মার্টফোন ব্যবহারকারীদের পাশাপাশি Reliance Jio ফিচার ফোন ইউজারদের জন্যেও একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এক্ষেত্রে...
PUJA 25 Sept 2024 1:01 PM IST

স্মার্টফোন ব্যবহারকারীদের পাশাপাশি Reliance Jio ফিচার ফোন ইউজারদের জন্যেও একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এক্ষেত্রে ফিচার ফোন বলতে আমরা JioPhone এর কথা বলছি। সংস্থাটির পোর্টফোলিওতে জিওফোন ব্যবহারকারীদের জন্য ১০০ টাকার কম দামে একটি রিচার্জ প্ল্যান আছে। এখানে আনলিমিটেডে কলিংয়ের সাথে ডেটাও পাওয়া যাবে। সাথে রয়েছে এসএমএস এর সুবিধাও। তাই যাদের কাছে জিওফোন আছে, তারা এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।

JioPhone এর ৭৫ টাকার প্ল্যান

জিও-র ১০০ টাকার কম দামের এই জিওফোন রিচার্জ প্ল্যানের দাম ৭৫ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিন।এখানে গ্রাহকরা প্রতিদিন ১০০ এমবি ডেটা পাবে। এছাড়াও পুরো ভ্যালিডিটি জুড়ে ২০০ এমবি ডেটা অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ এই প্ল্যানে ২৩ দিনে মোট ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে।

জিওফোনের এই রিচার্জ প্ল্যানে দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। এর পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করবেন গ্রাহকরা। এছাড়া এখানে ৫০টি এসএমএস পাঠানোর সুবিধা দেওয়া হবে। অন্যান্য সুবিধার কথা বললে, এই জিও প্ল্যানে গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড, জিও সিকিউরিটি ব্যবহার করার ছাড়পত্র পাবেন।

আরও পড়ুন : ৩০ দিন ধরে রোজ ১ জিবি ডেটা, Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দেখে নিন

JioPhone এর ১২৫ টাকার প্ল্যান

আপনি যদি ১০০ টাকার উপরে কোনো জিওফোন রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাহলে বিকল্প হিসেবে পাবেন 125 টাকার প্ল্যান, এখানে ২৩ দিনের ভ্যালিডিটি সহ রোজ ০.৫ জিবি ডেটা পাওয়া যায়। আবার আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ এসএমএস দেওয়া হবে। এর পাশাপাশি জিও ক্লাউড, জিও সিনেমা এবং জিও টিভির সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Show Full Article
Next Story
Share it