সস্তা Jio Bharat 4G ফোনে মজেছে দেশবাসী, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছাড়ালো 83 কোটি

মানুষের জীবনে ইন্টারনেটের চাহিদা দ্রুত বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, গত বছরে ভারতের মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা...
techgup 23 Nov 2023 8:47 PM IST

মানুষের জীবনে ইন্টারনেটের চাহিদা দ্রুত বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, গত বছরে ভারতের মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যারপর মোট ব্যবহারকারীর সংখ্যা ৮৩৯ মিলিয়ন (৮৩.৯ কোটি) অতিক্রম করেছে। বিশেষ করে আগস্ট মাসের পর, Relaince Jio-র বাজেট ফ্রেন্ডলি 4G ডিভাইস বাজারে আসার পর থেকেই এই বৃদ্ধি আরও ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।

Jio Bharat ফোনের প্রভাব

Jio Bharat ফোন ভারতীয়দের মনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ফিচ রেটিং-এর সিনিয়র ডিরেক্টর নীতিন সোনি এই পরিস্থিতি বিচার করে বলেছেন যে, আগস্ট ২০২৩ থেকে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, আর এর জন্য Jio Bharat অনেকটাই দায়ী।

এদিকে ৪জি নেটওয়ার্কের কারণে ২জি ব্যবহার আগে তুলনায় অনেক কমে গেছে। আবার, ৪জি ব্যবহার বেড়ে যাওয়ায় স্মার্টফোনের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফলে, স্মার্টফোনের দামও অনেক কমে এসেছে। আর প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহক প্রতি গড় আয় বা এআরপিইউ বাড়াতে টেলকোগুলি এই আপগ্রেড গুলির উপর বিশেষ নজর দিচ্ছে।

গবেষণা সংস্থা আইডিসির মতে, ৪জি ডিভাইসের দাম কমে যাওয়ার ফলে অনেক মানুষ ২জি থেকে ৪জির সাথে যুক্ত হচ্ছে। ২০২৩ সালের সেপ্টেম্বর প্রান্তিকে ৪জি স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য ১২ শতাংশ কমে ১০৯ ডলার অর্থাৎ প্রায় ৯৮৮২ টাকায় নেমে এসেছে। এই একই সময়ে ৪জি ফিচার ফোনের শিপমেন্টও গত এক বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে Jio Bharat-Version 1, Karbonn, এবং Jio Bharat-Version 2 যৌথভাবে ৬৩ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে। বিপরীতে, ২জি ফিচার ফোনের শিপমেন্ট গত এক বছরে ২৭ শতাংশ হ্রাস পেয়েছে।

Show Full Article
Next Story