JioTV OS JioTV+: এবার থিয়েটারের মজা বাড়িতে, ফ্রিতে 860 লাইভ টিভি চ্যানেল সহ পাবেন ডলবি সাউন্ড

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) এর 47 তম বার্ষিক সভায় মুকেশ আম্বানি JioTV OS নামে এক নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে, যা Jio সেট-টপ বক্সকে আরও…

jio ai cloud welcome offer announced for users by mukesh ambani in 47th agm

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) এর 47 তম বার্ষিক সভায় মুকেশ আম্বানি JioTV OS নামে এক নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে, যা Jio সেট-টপ বক্সকে আরও শক্তিশালী করে তুলবে। JioTV OS ব্যবহারকারীদের 4K রেজোলিউশন সহ ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাপোর্ট অফার করব। ফলে ঘরে বসেই থিয়েটারের মতো আনন্দ উপভোগ করা যাবে।

Jio সেট টপ বক্সের সফটওয়্যার হিসেবে JioTV OS লঞ্চ করার পাশাপাশি সংস্থাটি JioTV+ নামে একটি লাইভ টিভি প্ল্যাটফর্মেরও ঘোষণা করেছে। আসুন এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

JioTV OS এর ফিচার

জিও টিভি ওএস হোমস্ক্রিনে জিও সিনেমা, জিও স্টোর এবং জিও গেমসের মতো বিভিন্ন জিও অ্যাপের ক্যারোসেল দেখাবে। এক্ষেত্রে এই সব অ্যাপ মেইন স্ক্রিনেই খোলা‌ যাবে। এছাড়া এর মাধ্যমে সহজেই লাইভ টিভি এবং শো-এর পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও-র মতো ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। এই নতুন (JioTV OS) সফ্টওয়্যারটি Dolby Vision এবং Dolby Atmos সাপোর্টের সাথে 4K HDR কনটেন্ট দেখতে দেবে।

এদিকে জিওটিভি ওএসে হ্যালো জিও ভয়েস অ্যাসিস্ট্যান্ট যোগ করা হয়েছে, যার অর্থ ভয়েস কমান্ড দিয়েই ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। এতে করে যেকোনো কনটেন্ট খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যাবে। আর এই ওএসের ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি। অর্থাৎ এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

JioTV+ লঞ্চ হল, কি ফিচার পাবেন

JioTV+ হল একটি লাইভ টিভি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনামূল্যে 860 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পাবেন। এখানে অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টারের মতো ওটিটি অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করা যাবে।

এখানে দ্রুত চ্যানেল পরিবর্তন করা যাবে। JioTV+ এ প্লে-পজের মতো সুবিধা দেওয়া হয়েছে। ফলে আপনি লাইভ অনুষ্ঠান পজ করতে এবং পুনরায় দেখতে পারবেন। এর পাশাপাশি, সাত দিন আগে শো দেখার ব্যবস্থাও আছে

খেলা প্রেমীদের জন্য, এখানে ক্রিকেট ম্যাচের লাইভ আপডেট এবং ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ ইত্যাদি সুবিধা পাবেন। JioTV+ দিয়ে, আপনি আপনার বন্ধুদের সাথে যা দেখছেন তা শেয়ার করতে পারবেন, শো নিয়ে আলোচনা করতে পারবেন এবং তাদের সাথে লাইভ ওয়াচ পার্টি করতে পারবেন।