Data Breach: বছর শেষে বড় বিপদের মুখে এই টেলিকম সংস্থা! ডার্ক ওয়েবে বিকোচ্ছে লাখ লাখ ইউজারের ডেটা
খারাপ সময় যেন সরকারি টেলিকম সংস্থা BSNL বা Bharat Sanchar Nigam Limited-এর পিছু ছাড়ছেনা! বিগত এক দশক ধরে এই অপারেটরটি...খারাপ সময় যেন সরকারি টেলিকম সংস্থা BSNL বা Bharat Sanchar Nigam Limited-এর পিছু ছাড়ছেনা! বিগত এক দশক ধরে এই অপারেটরটি বাজারে নিজের জনপ্রিয়তা ফিরে পেতে এবং লাভের মুখ দেখতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তাতে তাদের ফাঁড়া খুব একটা কাটেনি – এই 5G-র জমানাতেও BSNL, নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশে অনেকটা পিছিয়ে আছে। এতদূর পর্যন্ত খবরটা আমাদের সকলের জানাই ছিল, কিন্তু চলতি বছরের শেষে এসে এবার সংস্থাটি যে কেলেঙ্কারির মুখোমুখি হয়েছে তাকে গোদের ওপর বিষফোঁড়া বললেও খুব একটা ভুল হবেনা! আসলে সম্প্রতি BSNL-এর নাম ডেটা ব্রিচ (পড়ুন লিক)-এর মতো ঘটনার সাথে জড়িয়ে গেছে। ET (ইকোনমিক টাইমস)-এর রিপোর্ট অনুযায়ী, লক্ষ লক্ষ BSNL ইন্টারনেট এবং ল্যান্ডলাইন ইউজারের ডেটা চুরি করে হ্যাকাররা ডার্ক ওয়েবে বিক্রি করছে, এই হ্যাকার গ্রুপ 'পেরেল' (Perell) নামে পরিচিত।
BSNL data breach: ফাঁস হয়েছে ইউজারদের ইমেইল থেকে নম্বর পর্যন্ত
জানা গিয়েছে যে, পেরেল নামের হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে টেলিকম কোম্পানির থেকে চুরি করা ডেটার একটি অংশ ফাঁস করেছে, আর ওই ডেটাসেটে ইমেইল অ্যাড্রেস, বিলিং ডিটেইলস, কন্ট্যাক্ট নম্বর থেকে শুরু করে বিএসএনএল ফাইবার এবং ল্যান্ডলাইন ব্যবহারকারীদের সাথে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিগত সংবেদনশীল ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। অনুমান করা হচ্ছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে মোবাইল পরিষেবা বিভ্রাটের রেকর্ড, নেটওয়ার্ক বিবরণের মতো কাস্টমার ডেটার সাথে আপস হয়েছে।
বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র এর গুরুত্ব তুলে ধরেছে এবং জোর দিয়েছে যে এই কেলেঙ্কারিটি বিএসএনএল গ্রাহকদের গোপনীয়তা, নিরাপত্তার জন্য একটি বড় সমস্যা তৈরি করেছে। তাদের মতে, হ্যাকারের ফাঁস করা ডেটাতে প্রায় ৩২,০০০ লাইনের তথ্য রয়েছে – তবে হ্যাকাররা দাবি করেছে যে, তারা সমস্ত ডেটাবেস থেকে প্রায় ২.৯ মিলিয়ন (২৯ লাখ) লাইনের ডেটা সংগ্রহ করেছে যার মধ্যে বিএসএনএল গ্রাহকদের জেলাভিত্তিক তথ্যও রয়েছে। উল্লেখ্য, বিষয়টি ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন (CERT-In) নিশ্চিত করলেও বিএসএনএল কোনো মন্তব্য করেনি।
BSNL কাস্টমারদের ওপর নেমে আসতে পারে বিপদ
উল্লেখ্য, সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও ইন্ডিয়া ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনিষ্ক গৌর গোটা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, বিএসএনএল এবং সংস্থার ইউজার উভয়ের উপরেই সাম্প্রতিক ডেটা কেলেঙ্কারির গভীর প্রভাব পড়তে পারে। কারণ এটি শুধুমাত্র কাস্টমারদের প্রাইভেসিকে বিপন্ন করেনা, পাশাপাশি তাদের পরিচয় চুরি, আর্থিক জালিয়াতি এবং ফিশিংয়ের মতো বিপদের দিকেও ঠেলে দিতে পারে।