বিনামূল্যে দেখা যাবে Netflix, শীঘ্রই আসছে ফ্রি সাবস্ক্রিপশন প্ল্যান
আপনি যদি অতিরিক্ত সাবস্ক্রিপশন ফি-র কারণে Netflix এর কনটেন্ট দেখতে না পারেন তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর।...আপনি যদি অতিরিক্ত সাবস্ক্রিপশন ফি-র কারণে Netflix এর কনটেন্ট দেখতে না পারেন তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খবর। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই Netflix বিনামূল্যে কনটেন্ট দেখানো শুরু করতে পারে। এর জন্য সংস্থাটি তাদের ফ্রি সাবস্ক্রিপশন মডেল লঞ্চ করবে। আসলে নেটফ্লিক্স তাদের অফুরন্ত কালেকশন দর্শকদের বিনামূল্যে দেখতে দিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে চাইছে।
এসব মার্কেটে Netflix ফ্রি সাবস্ক্রিপশন মডেল চালু করবে
নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন মডেলটি প্রথমে এশিয়া ও ইউরোপের বাজারে লঞ্চ করা হবে। আর এই সাবস্ক্রিপশন মডেলে বিজ্ঞাপন দেখানো হবে। অর্থাৎ যেসব ব্যবহারকারী ফ্রি সাবস্ক্রিপশন নেবেন তাদের কনটেন্টের মাঝখানে বিজ্ঞাপন দেখতে হবে। বিজ্ঞাপনদাতাদের মতে, এরফলে নেটফ্লিক্সের ভিউয়ারশিপ দ্রুত বৃদ্ধি পাবে এবং কোম্পানির বিজ্ঞাপন থেকে আয় এখনকার চেয়ে অনেক বেশি বাড়বে।
নিজস্ব বিজ্ঞাপন টেকনোলজি প্ল্যাটফর্ম আনছে নেটফ্লিক্স
রিপোর্টে বলা হয়েছে, নেটফ্লিক্স নিজস্ব বিজ্ঞাপন টেকনোলজি প্ল্যাটফর্ম তৈরি করছে। ২০২৫ সালের শেষ নাগাদ এটি চালু হতে পারে। প্ল্যাটফর্মটি বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দিতে, ইনসাইট দেখতে এবং আরও বিভিন্ন বিষয়ে সহায়তা করবে।
নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি
ফ্রি সাবস্ক্রিপশন মডেল বা বিজ্ঞাপন সমর্থিত প্ল্যান সম্পর্কে নেটফ্লিক্স এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে, ফ্রি হওয়ার কারণে বিপুলসংখ্যক ভারতীয় ইউজার এই প্ল্যান বেছে নেবে। Disney+ Hotstar এবং Zee5 এর মতো প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যে বিজ্ঞাপন সহ বিনামূল্যে কনটেন্ট দেখার সুযোগ দিচ্ছে।
উল্লেখ্য, নেটফ্লিক্স এই মুহূর্তে ভারতে অনেক কম দামের প্ল্যান অফার করছে। ভারতে নেটফ্লিক্সের বেসিক মোবাইল প্ল্যান শুরু হচ্ছে ১৪৯ টাকা থেকে। আবার এর প্রিমিয়াম মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে ৬৪৯ টাকা পর্যন্ত ব্যয় করতে হবে।