বাতিল পুরানো নিয়ম, Airtel, Jio, BSNL ও Vi এর সিম কার্ড কেনার নতুন নিয়ম দেখে নিন

সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), Airtel, Reliance Jio, BSNL এবং Vodafone-Idea (Vi)-এর সিম কার্ড কেনার প্রক্রিয়া আরও সহজ এবং নিরাপদ করতে বেশ কিছু পরিবর্তন এনেছে। সিম…

New Sim Card Buying Verification Rules For Airtel Jio Bsnl And Vi Users

সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), Airtel, Reliance Jio, BSNL এবং Vodafone-Idea (Vi)-এর সিম কার্ড কেনার প্রক্রিয়া আরও সহজ এবং নিরাপদ করতে বেশ কিছু পরিবর্তন এনেছে। সিম কেনার এই নতুন প্রক্রিয়াটি সম্পূর্ণ কাগজ বিহীন। আর ভারতীয় গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সুবিধা জনক এবং জালিয়াতি প্রতিরোধী হবে।

এখন সিম কেনার জন্য লাগবে না কোনো কাগজ, যেতে হবে না দোকানে

এই নতুন নিয়মে বলা হয়েছে ব্যবহারকারীদের সিম কেনার জন্য বা পোর্ট করানোর জন্য আর সংশ্লিষ্ট টেলিকম কোম্পানির অফিসে যেতে হবে না। নতুন সিম কার্ড কিনতে গেলে ব্যবহারকারীরা এখন কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে ডকুমেন্টের ফটোকপি বা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবেন।

নতুন সিমের নিয়মাবলী ঘোষণা করল DoT

টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রতি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই নতুন নিয়মাবলী ঘোষণা করেছে। তারা জানিয়েছে, সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে তৈরি এই কাগজ বিহীন সিস্টেম জালিয়াতি প্রতিরোধ করতে যথেষ্ট সহায়তা করবে।

e-KYC এবং Self KYC

DoT দ্বারা প্রবর্তিত নতুন নিয়মগুলির মধ্যে অন্যতম হলো e-KYC (Electronic Know Your Customer) এবং Self KYC। কারণ এগুলির সাহায্যে ব্যবহারকারীরা এখন টেলিকম অপারেটরের অফিস না গিয়েও ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও, এখন প্রিপেড থেকে পোস্টপেডে সুইচ করার জন্য কেবলমাত্র একটি ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়াই যথেষ্ট।

ব্যবহারকারীরা ডিজি লকার ব্যবহার করে তাদের ডকুমেন্ট অনলাইনে যাচাই করতে সক্ষম হবেন। আর এই Self KYC প্রক্রিয়ার ফলে গ্রাহকেরা স্বাধীনভাবে নিজেদের কেওয়াইসি প্রক্রিয়া পরিচালনা করতে সক্ষম হবেন।

প্রতারণা ও জাল সিম কার্ড প্রতিরোধ

এই ডিজিটাল সিস্টেমটি মূলত ব্যবহারকারীদের ডকুমেন্টের অপব্যবহার রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই কাগজ বিহীন সিস্টেম নিশ্চিত করে যে, এখন আর কোনো ভাবেই কোনো প্রতারক জাল সিম কার্ড ইস্যু করতে সক্ষম হবে না। যার ফলে স্বাভাবিক ভাবে জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমে আসবে। আর ডিজিটাল ভেরিফিকেশনের জন্য কেবলমাত্র ব্যবহারকারীদের আধার কার্ড ব্যবহার করলেই হবে। আর এর জন্য খরচ হবে মাত্র ১ টাকা, তাও জিএসটি সহ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন