৯টার বেশি SIM থাকলে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, ভুয়ো সিম কিনলে ৩ বছর জেল, জারি নয়া নিয়ম

New Sim Card Rules: স্মার্টফোন আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, এটি ছাড়া একটি দিনও কল্পনা করা অসম্ভব...
PUJA 28 Jun 2024 10:09 AM IST

New Sim Card Rules: স্মার্টফোন আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, এটি ছাড়া একটি দিনও কল্পনা করা অসম্ভব হয়ে উঠেছে। তেমনি সিম কার্ড ছাড়া ফোন অসম্পূর্ণ, সিম ছাড়া ফোন করা বা মোবাইল ডেটা ব্যবহার করা যায় না। তাই আপনি যদি ফোন ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে সিম আছে। সেক্ষেত্রে আজ থেকে কার্যকর হওয়া নতুন টেলিকম নিয়মগুলি সম্পর্কে আপনার জেনে রাখা গুরুত্বপূর্ণ।

৯টির বেশি সিম কার্ড রাখলে ২ লক্ষ টাকা জরিমানা

২৬ জুন থেকে কার্যকর হয়েছে টেলিযোগাযোগ আইন ২০২৩। ডটের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি আধার থেকে মাত্র ৯টি সিম তুলতে পারেন। এক্ষেত্রে প্রথমবার এই নিয়ম না মানলে ৫০,০০০ টাকা এবং সতর্ক করার পরেও ৯টির বেশি সিম কার্ড থাকলে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

ভুল সিম নেওয়ায় ৫০ লাখ টাকা জরিমানা ও ৩ বছরের জেল

সেই সঙ্গে ভুল উপায়ে সিম কার্ড কিনলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার আধারের সঙ্গে কতগুলি সিম লিঙ্ক করা আছে তা জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার আধারের (Aadhaar) সাথে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার রয়েছে তা কীভাবে চেক করবেন

১) আপনার আধারের সাথে কতগুলো সিম লিঙ্ক আছে চেক করার জন্য আপনাকে সরকারের চালু করা পোর্টাল, Sancharsathi.gov.in -এ যেতে হবে।

২) এবার মোবাইল কানেকশন অপশনে ট্যাপ বা ক্লিক করতে হবে।

৩) এবার আপনার কন্টাক্ট নম্বর দিন।

৪) এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাবেন।

৪) তারপরে, আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা সমস্ত মোবাইল নম্বর ওয়েবসাইটে দেখা যাবে।

৫) যে নম্বরগুলো আপনি ব্যবহার করছেন না বা যেগুলোর আর প্রয়োজন নেই সেগুলো যেখানে আপনি রিপোর্ট করে ব্লক করতে পারবেন।

Show Full Article
Next Story