Ookla-র রিপোর্টে ফের হতাশা, ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় ৭ ধাপ নামলো ভারত
প্রকাশ্যে এল গতিপরীক্ষক সংস্থা ওকলা'র (Ookla) আগস্ট, ২০২২ -এর, 'স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স' রিপোর্ট। প্রতিমাসেই উক্ত...প্রকাশ্যে এল গতিপরীক্ষক সংস্থা ওকলা'র (Ookla) আগস্ট, ২০২২ -এর, 'স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স' রিপোর্ট। প্রতিমাসেই উক্ত সংস্থার তরফ থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে গড় মোবাইল ইন্টারনেট স্পিড ও গড় ফিক্সড ব্রডব্যান্ড স্পিডের লভ্যতার ওপর ভিত্তি করে Ookla দেশগুলির একটি ক্রমতালিকা তৈরি করে। ওকলার এই সূচি বা তালিকা থেকে আমরা ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে উপলব্ধ মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার গুণমান সম্বন্ধে যথাযথ ধারণা পাই। আগস্ট মাসের রিপোর্টে এ সংক্রান্ত নতুন কি কি তথ্য উঠে এল, আসুন একনজরে দেখে নেওয়া যাক।
একনজরে Ookla -র স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স রিপোর্ট
গড় মোবাইল ইন্টারনেট গতি সরবরাহের নিরিখে আগস্ট মাসে, ওকলার বৈশ্বিক সূচকে ভারত ১১৭ নম্বরে অবস্থান করছে। এক্ষেত্রে পূর্ববর্তী মাসের চেয়ে দেশে, লভ্য গড় মোবাইল ইন্টারনেট গতি ১৩.৪১ এমবিপিএস (Mbps) থেকে সামান্য বৃদ্ধি পেয়ে ১৩.৫২ এমবিপিএস হয়েছে। অর্থাৎ আলোচ্য সময়পর্বে মোবাইল ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে ভারত যে কিছুটা হলেও উন্নতি করেছে তা ওকলার রিপোর্ট থেকে স্পষ্ট।
অন্যত্র ভারতে, লভ্য গড় ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবার গতি আগস্ট মাসে পূর্বের চেয়ে (৪৮.০৪ এমবিপিএস) বৃদ্ধি পেয়ে ৪৮.২৯ এমবিপিএসে দাঁড়িয়েছে। যদিও এর ফলে ওকলার তালিকায় ভারতের অগ্রগমন তো হয়ইনি, উল্টে অবনমন হয়েছে মোট সাত ধাপ! এজন্য পূর্বের ৭১তম অবস্থান থেকে ভারত সূচকে ৭৮তম অবস্থানে নেমে গিয়েছে।
অন্যান্য দেশের কথা বলতে গেলে ওকলার বৈশ্বিক সূচকে গড় মোবাইল ইন্টারনেট গতি প্রদানের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে নরওয়ে। এক্ষেত্রে ব্রাজিল সবচেয়ে বেশি ১৪ ধাপ অগ্রগমন ঘটিয়েছে। আবার সর্বাধিক গতির ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের ফলে ওকলার তালিকায়, ১ নম্বর স্থান দখল করেছে সিঙ্গাপুর। উন্নত ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের ফলে আলোচ্য ক্ষেত্রে প্যালেস্টাইন সবচেয়ে বেশি ২৭ ধাপ উপরে উঠে এসেছে। উক্ত দেশগুলির মতো পরবর্তীকালে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবায় উন্নতি ঘটিয়ে Ookla -র বৈশ্বিক সূচকে ভারত আরও উপরে উঠে আসতে পারে কিনা, এখন সেটাই দেখার।