BSNL 4G SIM অনলাইনে অর্ডার কীভাবে করবেন, হোয়াটসঅ্যাপ থেকেও কিনতে পারবেন

বিএসএনএল 4জি সিম কীভাবে পাবেন? হোয়াটসঅ্যাপ ব্যবহার করে BSNL 4G সিম নিতে পারেন। এক্ষেত্রে 4G সিম অর্ডার করার জন্য BSNL-এর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে হবে। এই নম্বরটি‌ হল ৮৮৯১৭৬৭৫২৫।

Order Bsnl 4G Sim Online Lilo App Whatsapp Get Delivered To Your Home

ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে BSNL এর 4G পরিষেবা। আর এই নতুন নেটওয়ার্ক ব্যবহার করতে মুখিয়ে আছেন অনেকেই। এদিকে গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Jio, Airtel ও Vi। যদিও সরকারি টেলিকম সংস্থাটি এখনও সেই পথে হাঁটেনি। যেকারণে অনেকেই BSNL এর নতুন সিম নিয়েছেন বা তাদের মোবাইল নম্বর পোর্ট করিয়েছেন। আপনিও যদি BSNL সিম নিতে চান, তাহলে কীভাবে অর্ডার করবেন এবং বাড়িতেই ডেলিভারি পাবেন আসুন জেনে নেওয়া যাক।

BSNL 4G SIM কীভাবে পাবেন

কলকাতা, কেরালা, পুনে সহ দেশের বেশ কিছু শহরে এখন পরীক্ষাধীন ভাবে বিএসএনএল এর ৪জি নেটওয়ার্ক উপলব্ধ। এইসব অঞ্চলে হাই স্পিড ইন্টারনেটের পাশাপাশি উন্নত পরিষেবা পাওয়া যাচ্ছে। আর রিচার্জ প্ল্যানের দাম যেহেতু বাড়ানো হয়নি তাই অনেকেই বিএসএনএল সিম কিনতে চাইছেন। আসুন কীভাবে অ্যাপের মাধ্যমে বিএসএনএল সিম অর্ডার করা যায় জেনে নেওয়া যাক।

LILO অ্যাপ থেকে অনলাইনে অর্ডার করুন BSNL 4G SIM

আপনি LILO অ্যাপের মাধ্যমে অনলাইনে BSNL 4G সিম কার্ড অর্ডার করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ের জন্য এই অ্যাপ উপলব্ধ। এখান থেকে গ্রাহকরা BSNL 4G সিম কিনতে, তাদের নম্বর পোর্ট করতে এবং সিম কার্ডের হোম ডেলিভারি পেতে সক্ষম হবেন।

BSNL 4G SIM পেতে পারেন WhatsApp এর মাধ্যমে

আপনি যদি অ্যাপ ব্যবহার করতে না চান, তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও BSNL 4G সিম নিতে পারেন। এক্ষেত্রে 4G সিম অর্ডার করার জন্য BSNL-এর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে হবে। এই নম্বরটি‌ হল ৮৮৯১৭৬৭৫২৫। এই হোয়াটসঅ্যাপ নম্বরে ‘Hi’ লিখে মেসেজ করলে আপনি সিম কার্ড অর্ডার করার অপশন পাবেন।

চালু হচ্ছে BSNL এর 4G নেটওয়ার্ক

BSNL ভারত জুড়ে ইতিমধ্যেই প্রায় ২৫,০০০ 4G টাওয়ার বসিয়েছে এবং টাটা কনসালটেন্সি সার্ভিসের সহায়তায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি টেলিকম সংস্থাটি চাইছে ১,০০,০০০ লক্ষ টাওয়ার বসানোর কাজ দ্রুত শেষ করতে এবং দেশজুড়ে 4G পরিষেবা চালু করতে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন