RailWire আনল ফ্রিডম ইন্টারনেট প্ল্যান, 30 এমবিপিএস স্পিড সহ 400 লাইভ চ্যানেল ও OTT সুবিধা পাওয়া যাবে

রেলওয়্যার তাদের গ্রাহকদের জন্য ফ্রিডম প্ল্যান নিয়ে এল। এই প্ল্যানে ওভার-দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Puja Mondal 27 Nov 2024 1:28 PM IST

RailWire Freedom Plan: রেলওয়্যার তাদের গ্রাহকদের জন্য ফ্রিডম প্ল্যান নিয়ে এল। এই প্ল্যানে ওভার-দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। পাশাপাশি এখানে উচ্চ-গতির ইন্টারনেট উপভোগ করা যাবে। রেলওয়্যার জানিয়েছে, "ফ্রিডম প্ল্যান একটি ওটিটি বেনিফিট অফারকারী হোম ইন্টারনেট প্ল্যান যা গ্রাহকদের মানসম্পন্ন বিনোদনের সুবিধা দেবেন।

রেলওয়্যার ফ্রিডম প্ল্যান

টেলিকম টকের রিপোর্ট অনুসারে, এই প্ল্যানটি 30 এমবিপিএস ইন্টারনেট গতি, প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস, নয়টি প্রিমিয়াম ওটিটি, 400টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং 200টিরও বেশি গেম অফার করবে।

রেলওয়্যার এক্স-এ পোস্ট করে জানিয়েছে

এক্স-এ, রেলওয়্যার জানিয়েছে যে "ফ্রিডম প্ল্যানে প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস, আরও নয়টি প্রিমিয়াম ওটিটি অ্যাপ, 30 এমবিপিএস হাই-স্পিড ইন্টারনেট, 400+ লাইভ টিভি চ্যানেল এবং 200+ গেমস অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসার ভারতীর ওয়েভস ওটিটি প্ল্যাটফর্ম

প্রসার ভারতী সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস লঞ্চ করেছে। মন্ত্রক জানিয়েছে যে এই প্ল্যাটফর্মটি ভিডিও-অন-ডিমান্ড, ফ্রি-টু-প্লে গেমিং, রেডিও স্ট্রিমিং, 65টি লাইভ চ্যানেলের সাথে লাইভ টিভি স্ট্রিমিং, ভিডিও এবং গেমিং কনটেন্টের জন্য একাধিক অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন অফার করবে এবং ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) সমর্থিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে শপিংয়ের সুবিধা দেবে।

টায়ার-2, টায়ার-3 শহর ও গ্রামীণ এলাকাকে টার্গেট করা হচ্ছে

রেলওয়্যার ফ্রিডম প্ল্যানের লক্ষ্য হ'ল টায়ার -2 এবং টায়ার -3 শহরগুলির পাশাপাশি গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের ওটিটি সুবিধা ও ইন্টারনেট কানেক্টিভিটি অফার করা।

Show Full Article
Next Story