ইতিহাস গড়লো Jio, দেশের প্রথম টেলিকম কোম্পানি হিসেবে সমস্ত জেলায় পৌঁছে দিল 5G পরিষেবা

আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম জনবহুল রাজ্য। আর Reliance Jio এই রাজ্যে অত্যন্ত অল্প সময়ে 5G পরিষেবা পৌঁছে...
techgup 14 Jun 2023 12:27 PM IST

আমরা সকলেই জানি উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম জনবহুল রাজ্য। আর Reliance Jio এই রাজ্যে অত্যন্ত অল্প সময়ে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। বর্তমানে এই রাজ্যে মোট ৭৫টি জেলা সদর আছে। আর এই প্রতিটি জেলাসদরেই পৌঁছে গেছে Reliance Jio-র 5G পরিষেবা। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।

শীঘ্রই কোন কোন জেলায় পৌঁছে যাবে Reliance Jio-র 5G পরিষেবা?

এখন জিও ট্রু ৫জি পরিষেবা উত্তরপ্রদেশের ৫২৫টি শহর ও শহরসরতলীতে উপলব্ধ। এছাড়াও শীঘ্রই জিও ৫জি পরিষেবা পাওয়া যাবে লখনৌ, বারানসি,আগ্রা, মিরাট, মথুরা, কানপুর, প্রয়াগরাজ, আলিগড়, বারেলি, রামপুর, মোরাদাবাদ, মুজাফফরনগর, গোরখপুর এবং অযোধ্যায়।

উত্তর প্রদেশে Reliance Jio-র 5G পরিষেবা পৌঁছে দিতে কতদিন সময় লেগেছে?

মাত্র সাত মাস আগে Jio তাদের 5G পরিষেবা লঞ্চ করেছিল। আর এই সাত মাসেই সমগ্র ইউপিতে তারা 5G নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে। প্রসঙ্গত, 5G পরিষেবা দেওয়ার জন্য জিও ৩৫০০ মেগাহার্টজ এবং প্রিমিয়াম ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড কিনেছে।

Reliance Jio-র 5G ওয়েলকাম অফার

Jio তাদের ট্রু 5G নেটওয়ার্ক ব্যবহারের জন্য ওয়েলকাম অফার এনেছে। যেখানে সংস্থা গ্রাহকদের কোনোরকম খরচা ছাড়াই ১ জিবিপিএস+ স্পিডে আনলিমিটেড 5G ডেটা উপভোগ করার সুযোগ দিচ্ছে। উল্লেখ্য, এই টেলকোটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ভারতের প্রতিটি শহর এবং জেলায় 5G পরিষেবা পৌঁছে দেবার পরিকল্পনা করেছে।

কারা Jio-র 5G পরিষেবা উপভোগ করতে পারবেন

Reliance Jio-র 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য গ্রাহকের ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে হবে। এছাড়াও এই পরিষেবা পেতে গেলে ব্যবহারকারীদের সর্বনিম্ন ২৪৯ টাকার একটি প্ল্যান রিচার্জ করতে হবে। এছাড়া ৬১ টাকার বুস্টার প্ল্যানও রিচার্জ করা যেতে পারে।

Show Full Article
Next Story