নতুন বছরেই সুখবর পেল Jio ও Airtel, আরও পিছিয়ে পড়লো Vodafone Idea

গ্রাহক বৃদ্ধি করার জন্য টেলিকম অপারেটরগুলি প্রায়শই গ্রাহকদের বিভিন্ন অফার দিয়ে থাকে বা আকর্ষণীয় কৌশল অবলম্বন করে...
techgup 6 Jan 2024 12:37 PM IST

গ্রাহক বৃদ্ধি করার জন্য টেলিকম অপারেটরগুলি প্রায়শই গ্রাহকদের বিভিন্ন অফার দিয়ে থাকে বা আকর্ষণীয় কৌশল অবলম্বন করে থাকে। আর তাদের সারা মাসের অক্লান্ত পরিশ্রমের পর TRAI প্রত্যেকটি টেলকোর গ্রাহক হ্রাস বা বৃদ্ধির সংখ্যা প্রকাশ করে থাকে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI তাদের মাসিক রিপোর্ট শেয়ার করেছে। যেখানে TRAI ভারতীয় টেলিকম সংস্থাগুলির মাসিক গ্রাহকের ডেটা প্রকাশ করেছে। আর এই রিপোর্ট অনুসারে, ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio ২০২৩ সালের অক্টোবরে ৩১.৫৯ লক্ষ মোবাইল ব্যবহারকারী যুক্ত করেছে, যেখানে Bharti Airtel-এর গ্রাহক‌ সংখ্যা ৩.৫২ লক্ষ নতুন যোগ হয়েছে।

তবে ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea এবারও ক্ষতির সম্মুখীন হয়েছে, গত অক্টোবরে সংস্থাটি ২০.৪৪ লক্ষ ওয়্যারলেস গ্রাহক হারিয়েছে।

Jio-র গ্রাহক সংখ্যা

৩১.৫৯ লক্ষ নতুন ব্যবহারকারী যোগ করায়, Jio-এর ওয়্যারলেস গ্রাহক সংখ্যা সেপ্টেম্বরে ৪৪.৯২ কোটি থেকে বৃদ্ধি পেয়ে অক্টোবরে ৪৫.২৩ কোটি হয়েছে। এদিকে, অক্টোবর মাসে সুনীল মিত্তলের নেতৃত্বাধীন Airtel এর ওয়্যারলেস গ্রাহক সংখ্যা ৩.৫২ লাখ বেড়ে ৩৭.৮১ কোটিতে পৌঁছেছে।

গ্রাহক সংখ্যা কমেছে Vodafone Idea -র

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) ডেটা অনুযায়ী, ভোডাফোন আইডিয়া লিমিটেডের (ভিআইএল) গ্রাহক হ্রাস পাওয়ার কারণে অক্টোবরে তাদের ওয়্যারলেস ব্যবহারকারীর সংখ্যা কমে ২২.৫৪ কোটিতে এসে পৌঁছেছে।

Show Full Article
Next Story