সাফল্যের নয়া মাইলফলক! দেশের 5352টি শহরে পৌঁছালো Jio AirFiber, এভাবে Free-তে ইনস্টল করুন

ভারতের টেলিকম সেক্টর এখন যেন Reliance Jio-র ইশারাতেই নাচছে! দিন-কে-দিন এই সংস্থার পরিষেবার পরিসর বিস্তৃত হচ্ছে, বেড়ে...
Anwesha Nandi 24 March 2024 9:32 AM IST

ভারতের টেলিকম সেক্টর এখন যেন Reliance Jio-র ইশারাতেই নাচছে! দিন-কে-দিন এই সংস্থার পরিষেবার পরিসর বিস্তৃত হচ্ছে, বেড়ে চলেছে গ্রাহক সংখ্যাও। বর্তমানে Jio-র 44 কোটিরও বেশি ইউজারবেস রয়েছে। তবে এই সমস্ত মানুষজন প্রিপেইড এবং পোস্টপেইডের পাশাপাশি টেলকোর ব্রডব্যান্ড কানেকশনও ব্যবহার করেন৷ বলতে গেলে এদেশে ব্রডব্যান্ড সার্ভিস এর ক্ষেত্রেও বদল এনেছে Jio – যেমন তাদের গত 2023 সালের সেপ্টেম্বরে চালু হওয়া Jio AirFiber পরিষেবা এখন দেশের প্রায় 5,352টি শহরে উপলব্ধ হয়েছে, যেখানে এই জানুয়ারিতে পরিষেবাপ্রাপ্ত শহরের সংখ্যাটা ছিল 3,939। সেক্ষেত্রে চলতি IPL 2024 ক্রিকেট খেলার মরসুমে আপনি যদি ইন্টারনেটের কোনো সমস্যা ছাড়া ভালো ভিডিও কোয়ালিটিতে প্রতিটি ম্যাচ দেখতে চান, তাহলে আপনার শহরে Jio AirFiber উপলব্ধ কিনা তা দেখে-শুনে কানেকশন নিতে পারেন। এতে করে কোনো তারের লাইন বা কেবল ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট, হাজার জিবি ডেটা, OTT বেনিফিট এমনকি ফ্রি ইনস্টলেশনের সুবিধাও পেয়ে যাবেন। আসুন, এখন Jio AirFiber সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই।

কীভাবে বিনামূল্যে Jio AirFiber ইন্সটল করবেন?

আপনি যদি জিও এয়ার ফাইবার কানেকশন নিতে চান, তাহলে বলি এর পরিষেবার সেটআপ কিন্তু একটু অন্যরকম। এক্ষেত্রে কোম্পানি একটি ইনডোর এবং একটি আউটডোর ইউনিট দেবে, যার মধ্যে প্রথম ইউনিটটি বাড়ির বাইরে বা বারান্দায় লাগানো হবে, আর অন্যটি থাকবে বাড়ির ভিতরে। জিওর ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটি ইনস্টলেশনের জন্য 1,000 টাকা চার্জ নেয়, তবে আপনি বিনামূল্যেই ইনস্টলেশন সেরে ফেলতে পারেন। এর জন্য শুধুমাত্র অ্যানুয়াল প্ল্যানটি রিচার্জের বিকল্প হিসেবে বেছে নিতে হবে।

কীভাবে Jio AirFiber-এর কানেকশন পাবেন?

জিও এয়ার ফাইবার কানেকশন পেতে, আপনাকে হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর সাহায্য নিতে হবে এবং 60008-60008 নম্বরে একটি মিসড্ কল দিতে হবে। চাইলে আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ স্টোরে গিয়েও পরিষেবা নিতে পারেন। এক্ষেত্রে জিওর নির্দিষ্ট ওয়েবসাইট (https://www.jio.com/jcms/airfiber/)-এ গিয়ে আপনি নিজে চেক করে দেখে নিতে পারবেন আপনার শহরে পরিষেবাটি পাওয়া যাচ্ছে কিনা। মনে রাখবেন, একবার কানেকশন নিলে আপনি ওয়াই-ফাই (Wi-Fi) রাউটারসহ 4K স্মার্ট সেট টপ বক্স এবং ভয়েস এনাবেলড্ রিমোটও পাবেন।

Jio AirFiber-এর রিচার্জ খরচ

জিও এয়ার ফাইবারের রিচার্জ খরচ 600 টাকা থেকে শুরু হয়। এই পরিষেবা দুটি ক্যাটেগরিতে মিলবে – এয়ার ফাইবার এবং এয়ার ফাইবার ম্যাক্স (Airfiber Max)। এর মধ্যে বেসিক এয়ার ফাইবার কানেকশনের প্ল্যানগুলির দাম পড়বে যথাক্রমে 599 টাকা, 899 টাকা এবং 1,199 টাকা। অন্যদিকে 'ম্যাক্স' ক্যাটেগরিতেও তিনটি প্ল্যান দেখা যাবে, তবে এগুলির মূল্য যথাক্রমে 1,499 টাকা, 2,499 টাকা এবং 3,999 টাকা। বেনিফিট বলতে, সব ক'টি প্ল্যানই 30 দিনের ভ্যালিডিটি, 1,000 জিবি ডেটা, 30 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড এবং নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), ডিজনি+হটস্টার (Disney+Hotstar), সনিলিভ (Sony Liv), জি৫ (ZEE5) ইত্যাদি প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে দেবে। দাম অনুযায়ী এদের সুবিধার মধ্যে রকম-ফের হবে।

Show Full Article
Next Story