Jio, Airtel ও Vi এর সাশ্রয়ী মূল্যের সেরা প্ল্যান, ৮৪ দিন ভ্যালিডিটি সহ পাবেন রোজ ২ জিবি ডেটা

বর্তমানে ভারতের তিনটি সেরা বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হল Reliance Jio, Bharti Airtel, এবং Vodafone Idea।...
techgup 18 Dec 2023 2:09 PM IST

বর্তমানে ভারতের তিনটি সেরা বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা হল Reliance Jio, Bharti Airtel, এবং Vodafone Idea। যারা তাদের গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে থাকে। তবে আজ আমরা যে প্ল্যানগুলোর সম্পর্কে আলোচনা করব সেগুলির ভ্যালিডিটি ৮৪ দিন এবং এর সাথে দৈনিক ২ জিবি ডেটাও পাওয়া যায়। চলুন এই প্ল্যানগুলি আর কোন কোন সুবিধা দিয়ে থাকে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ৮৪ দিনের বৈধতা বিশিষ্ট প্ল্যান

যদিও রিলায়েন্স জিওর কাছে এই মুহূর্তে এইরকম ৯টি প্ল্যান উপস্থিত যেগুলি ৮৪ দিনের বৈধতা অফার করে। তবে এই মুহূর্তে আমরা এর মধ্যে সবথেকে সাশ্রয়ী মূল্যের প্ল্যানটির সম্পর্কে আলোচনা করব, যার দাম ৭১৯ টাকা। আর এই প্ল্যানে ২ জিবি ডেটা ও ৮৪ দিন ভ্যালিডিটি ছাড়াও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড-এর সুবিধা পাওয়া যায় একদম বিনামূল্যে। পাশাপাশি, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-ও অফার করা হয়। উল্লেখ্য, এই প্ল্যানটি গ্রাহকদের আনলিমিটেড ৫জি ডেটাও ব্যবহার করার সুযোগ দেয়।

Airtel এর ৮৪ দিনের বৈধতা বিশিষ্ট প্ল্যান

ভারতী এয়ারটেলের কাছে যদিও এরকম দুটি প্ল্যান আছে। তবে আমরা এর মধ্যে ৮৩৯ টাকার সাশ্রয়ী প্ল্যান সম্পর্কে জানাবো। যে প্ল্যানে ব্যবহারকারীরা ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যেকদিন ১০০ টি এসএমএস এবং ২ জিবি দৈনিক ডেটা পাবেন। পাশাপাশি, এর সাথে পাবেন আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করার সুযোগ। আর অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে পাওয়া যাবে এক্সট্রিম প্লে, রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন, অ্যাপেলো ২৪×৭ সার্কেলের অ্যাক্সেস, বিনামূল্যে হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের সাবস্ক্রিপশন।

Vi এর ৮৪ দিনের বৈধতা বিশিষ্ট প্ল্যান

ভোডাফোন আইডিআর এই প্ল্যানের দাম ৮৩৯ টাকা। যার সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবেন প্রত্যেক দিন ২ জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যেকদিন ১০০ টি এসএমএস, ডিজনি প্লাস হটস্টার মোবাইলের তিন মাসের সাবস্ক্রিপশন, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট সহ ভিআই মুভিজ ও টিভি সাবস্ক্রিপশন।

Show Full Article
Next Story