আগামীকাল 5G পরিষেবা চালু করছে Jio, Airtel: আপনি কবে থেকে ব্যবহার করতে পারবেন?
ইতিমধ্যেই নিশ্চিতভাবে জনসমক্ষে খবর পৌঁছে গেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর নয়াদিল্লিতে...ইতিমধ্যেই নিশ্চিতভাবে জনসমক্ষে খবর পৌঁছে গেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ ১ অক্টোবর নয়াদিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে ভারতে 5G (৫জি) পরিষেবা চালু করবেন। এদিকে সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে, Airtel (এয়ারটেল) এবং Reliance Jio (রিলায়েন্স জিও) সহ অন্যান্য টেলিকম অপারেটররা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে এবং তাদের নিজস্ব 5G পরিষেবার ওপর আলোকপাত করবে। আবার বেশ কিছু প্রতিবেদনে এটাও দাবি করা হয়েছে যে, মুকেশ আম্বানি, সুনীল ভারতী মিত্তল এবং কুমার মঙ্গলম বিড়লা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত মিলিয়ে একসাথে 5G সার্ভিস লঞ্চ করবেন। সুতরাং, দীর্ঘদিন ধরে 'রকেটের' গতির নেট পরিষেবা ব্যবহারের আশায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুখবর। কিন্তু এর মাঝে রয়েছে একটি ব্যাপার, যা আপনাদের জানা দরকার!
২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি কোণায় মিলবে Jio এবং Airtel-এর 5G সার্ভিস
কিছু সংবাদমাধ্যমের তরফে পাওয়া খবর অনুযায়ী, ১ অক্টোবরের এই অনুষ্ঠানে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবা লঞ্চ করবেন প্রধানমন্ত্রী। তবে এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে, আসন্ন ইভেন্টটিতে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে ৫জি সার্ভিস লঞ্চ করা হবে; অর্থাৎ, এই মুহূর্তে ইউজাররা ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন না। এক্ষেত্রে আগামী দিওয়ালির মধ্যে এয়ারটেল এবং জিও ভারতের নির্বাচিত কয়েকটি শহরে সর্বপ্রথম এই পরিষেবা চালু হবে, তারপরে ধীরে ধীরে দেশের অন্যান্য শহরের নাগরিকরাও এই দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন। এদিকে জিও এবং এয়ারটেলের তরফে জানা গিয়েছে যে, আগামী ২০২৩ সালের মধ্যেই দেশের প্রতিটি কোণায় ৫জি সার্ভিস পৌঁছে যাবে।
দীপাবলির আগে প্রাথমিকভাবে দেশের ১৩টি শহরে মিলবে 5G নেটওয়ার্ক
প্রসঙ্গত বলে রাখি, এয়ারটেলের সিইও সম্প্রতি গ্রাহকদের উদ্দেশ্য করে জানিয়েছেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সংস্থার ৫জি সার্ভিস রোলআউট হবে। একইভাবে, জিও-র প্রধান মুকেশ আম্বানি গত আগস্টের শেষের দিকে অনুষ্ঠিত আরআইএল এজিএম (RIL AGM)-এ ঘোষণা করেছিলেন যে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে জিওর ৫জি পরিষেবা দেশের আপামর জনগণের জন্য চালু করা হবে। তবে দিওয়ালির আগে প্রাথমিকভাবে সারা দেশের ১৩টি শহরে উপলব্ধ হবে সংস্থার ৫জি নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে কলকাতা, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, মুম্বই, পুনে ও লখনউ।
আসন্ন 5G প্ল্যানের দাম কত হবে?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদিও Jio এবং Airtel ইতিমধ্যেই সারা দেশে তাদের 5G পরিষেবা চালু করার জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ফেলেছে, তবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক রোলআউটের এই দৌড়ে Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi (ভিআই) কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। তবে এদিকে এই 'রকেটের' গতির নেট পরিষেবা ব্যবহার করতে হলে কতটা গাঁটের কড়ি খসাতে হবে, সে সম্পর্কে ইউজারদের মনে একাধিক প্রশ্নের সঞ্চার হচ্ছে। যদিও টেলিকম কোম্পানিগুলি এখনও তাদের 5G প্ল্যানের দাম সম্পর্কে বিশেষ কিছু প্রকাশ্যে আনেনি, তাও বিভিন্ন রিপোর্টে ফাঁস হওয়া খবর অনুযায়ী মনে করা হচ্ছে যে, বিদ্যমান 4G (৪জি) প্ল্যানের তুলনায় আসন্ন 5G প্ল্যান কিছুটা হলেও ব্যয়বহুল হবে। সেক্ষেত্রে আগামী শনিবার IMC ইভেন্টে এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে আশা করা যেতে পারে।