৩৯৯ টাকায় ডেটা, কলিং ও আরও অনেক কিছু! Jio নাকি Vi, কে দিচ্ছে বেশি সুবিধা?
মাসের শুরুতে 5G চালু হলেও, নির্বাচিত কিছু জায়গা ছাড়া এখনও গোটা ভারতে এই নতুন পরিষেবা উপলব্ধ নয়। ফলত, দেশীয় মোবাইল...মাসের শুরুতে 5G চালু হলেও, নির্বাচিত কিছু জায়গা ছাড়া এখনও গোটা ভারতে এই নতুন পরিষেবা উপলব্ধ নয়। ফলত, দেশীয় মোবাইল গ্রাহকদের আগের মতই 4G নেটওয়ার্ক এবং তার রিচার্জ প্ল্যানগুলির ওপর নির্ভর করতে হচ্ছে। চাহিদায় থাকছে অপেক্ষাকৃত সস্তা অথচ বেশি সুবিধাজনক প্ল্যানগুলি। এমত পরিস্থিতিতে আপনি যদি Reliance Jio বা Vodafone-Idea (Vi)-এর পোস্টপেইড গ্রাহক হন এবং ৫০০ টাকার কম খরচে রিচার্জের জন্য কোনো ভালো প্ল্যানের সন্ধান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার ব্যাপক কাছে আসবে। কেননা, আজ আমরা এই দুটি শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির সমমূল্যের দুটি সেরা পোস্টপেইড প্ল্যানের তুলনা করব।
একই দামে পোস্টপেইড প্ল্যান অফার করছে Jio এবং Vi
জিও এবং ভোডাফোন আইডিয়া, উভয়ের পোর্টফোলিওতেই একাধিক সুবিধাজনক পোস্টপেইড প্ল্যান রয়েছে। তবে দুটি কোম্পানিই ৩৯৯ টাকা দামে রিচার্জের অপশন অফার করে যাতে ফ্রি কলিং, নির্দিষ্ট ডেটা-এসএমএস বেনিফিটসহ ওটিটি (OTT) সাবস্ক্রিপশন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে জিও নাকি ভোডাফোন আইডিয়া, কার প্ল্যানে বেশি সুবিধা মেলে?
Jio-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও প্রদত্ত ৩৯৯ টাকা দামী পোস্টপেইড প্ল্যানে গ্রাহকরা মোট ৭৫ জিবি ডেটা পাবেন, যার লিমিট শেষ হয়ে গেলে প্রতি জিবি ডেটার জন্য ১০ টাকা খরচ করতে হবে। তবে এটি ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা অফার করবে। এক্ষেত্রে প্ল্যানটি বেছে নিলে, রোজ ১০০টি এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করা যাবে। শুধু তাই নয়, এর সাথে থাকবে নেটফ্লিক্স (Netflix) এবং অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-এর ফ্রি সাবস্ক্রিপশনের বিকল্পও।
Vi-এর ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি এমনিতে ৪০ জিবি মাসিক ডেটা অফার করে। তবে যে সমস্ত গ্রাহকরা অনলাইনে প্ল্যানটি সাবস্ক্রাইব করবেন, তারা বিনামূল্যে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। একইসাথে এতে পাওয়া যাবে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও। আবার এই প্ল্যানটি মাসে ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড কল করার সুযোগ দেবে। এছাড়াও এটির সাথে মিলবে জি৫ (Zee5), ভিআই মুভিজ অ্যান্ড টিভি ও হাঙ্গামা মিউজিক প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস।
সেক্ষেত্রে সব মিলিয়ে বলা যায় যে আপনার প্রাধান্য যদি ইন্টারনেট হয়, মানে আপনি যদি মূলত ডেটা ব্যবহারের জন্য রিচার্জ করতে চান, তাহলে Vi-এর প্ল্যানটিই আপনার জন্য সেরা বিকল্প হতে পারে!