Jio-র সেরা রিচার্জ প্ল্যান: রোজ ২.৫ জিবি ডেটার সাথে মিলবে তিন-তিনটি OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন
বর্তমানে স্মার্টফোন যেমন প্রতিটা মুহূর্তেই আমাদের কাজে লাগে, তেমনি এটি সচল রাখতে বা এর যাবতীয় সুবিধা উপভোগ করতে প্রয়োজন...বর্তমানে স্মার্টফোন যেমন প্রতিটা মুহূর্তেই আমাদের কাজে লাগে, তেমনি এটি সচল রাখতে বা এর যাবতীয় সুবিধা উপভোগ করতে প্রয়োজন হয় রিচার্জের। সাধারণত স্মার্টফোন ইউজাররা এমন রিচার্জ প্ল্যানের সন্ধান করেন যাতে কম খরচে মোটামুটি সুবিধা পাওয়া যায়। তবে আজকাল Disney+Hotstar, Netflix, Amazon Prime জাতীয় প্ল্যাটফর্মগুলি বিনোদনের জন্য এত বেশি ব্যবহার হচ্ছে যে, অধিকাংশই ফ্রি OTT (ওটিটি) সাবস্ক্রিপশনযুক্ত প্ল্যান রিচার্জের জন্য বেছে নিতে চাইছেন। আর এই চাহিদা দেখে বিভিন্ন টেলিকম কোম্পানিও তাদের সার্ভিস প্ল্যানের সাথে নির্দিষ্ট প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফার করছে। এই পরিস্থিতিতে যদি আপনিও রিচার্জ প্ল্যানের বেসিক বেনিফিটের সাথে বিনামূল্যে ভারতের তিনটি সর্বাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম মানে Disney+Hotstar, Amazon Prime এবং Netflix-এর সাবস্ক্রিপশন পেতে চান, তাহলে আপনি ৫০০ টাকার কমেই Jio-এর একটি প্ল্যান রিচার্জ করতে পারেন। এতে একটি রিচার্জের খরচেই আপনি প্রচুর সুবিধা পাবেন। তো আসুন, Reliance Jio-র এই প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নিই।
মাত্র ৩৯৯ টাকায় Reliance Jio দিচ্ছে দুর্দান্ত সুবিধা
আমরা আজ যে প্ল্যানটির কথা বলছি, সেটি জিওর ৩৯৯ টাকা দামী পোস্টপেইড প্ল্যান। বেসিক সুবিধার কথা বললে, এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০টি করে এসএমএস করার সুবিধা মেলে। এর সাথে থাকে ডেটা ক্যারি ফরোয়ার্ড ও ডেটা লিমিট সেট করার সুবিধাও। প্ল্যানটির বৈধতা ৩০ দিন।
তবে জিওর এই পোস্টপেইড প্ল্যানের বিশেষ বিষয় হল যে আপনি এতে একসাথে প্রচুর স্ট্রিমিং প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস পাবেন। যেমন, এটি রিচার্জ করলে এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও রিচার্জকারীরা নিখরচায় ডিজনি+হটস্টার ভিআইপি (VIP) এবং নেটফ্লিক্স অ্যাক্সেস করতে পারবেন। আবার একইসাথে জিও সিনেমা (Jio Cinema), জিও সাভন (JioSavaan)-এর মত প্ল্যাটফর্মের কন্টেন্টও করা যাবে।
তাই আপনি যদি কম খরচে সবরকম সুবিধা পেতে চান, তাহলে ৩৯৯ টাকার এই প্ল্যানটি আপনার রিচার্জের জন্য সেরা বিকল্প হতে পারে।