100 টাকায় 34GB বেশি ডেটা, সাথে অফুরন্ত কল আরও নানা সুবিধা, Jio-র এই প্ল্যানের কথা জানেন?

কম খরচে বেশি সুবিধা প্রদান করার ক্ষেত্রে Reliance Jio অন্যান্য প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির থেকে সবসময়ই এগিয়ে থাকে, সেই...
Anwesha Nandi 10 Jun 2023 8:22 PM IST

কম খরচে বেশি সুবিধা প্রদান করার ক্ষেত্রে Reliance Jio অন্যান্য প্রাইভেট টেলিকম কোম্পানিগুলির থেকে সবসময়ই এগিয়ে থাকে, সেই ২০১৬ সালে বাজারে পা রাখার পর থেকেই। এই কারণে দেশে Jio নেটওয়ার্কের গ্রাহক প্রচুর। আবার এখন তো শীর্ষস্থানীয় টেলকোটি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হাই-স্পিড আনলিমিটেড 5G ডেটা অফার করছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে মোবাইল ডেটা ব্যবহার করার প্রবণতা আরও বেড়েছে; কিন্তু দেশের সব জায়গায় আবার সেই সুবিধা উপলব্ধ নয়। তাই তেমন কোনো অঞ্চলের বাসিন্দা হলে আপনাকে Jio-র বিদ্যমান 4G প্ল্যানগুলিই সুবিধা অনুযায়ী বেছে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে ৫০০ টাকার কমে নিজের Jio নম্বরটি রিচার্জ করে বেশি ডেটার সাথে অন্যান্য সমস্ত রকম সুবিধা পেতে চান, কিন্তু সংস্থার বিশাল পোর্টফোলিও আপনার বিভ্রান্তির কারণ হয়, তাহলে আপনার মুশকিল আসান করবে আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজ আমরা Jio-র ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকা দামের প্ল্যানের তুলনামূলক আলোচনা করব। উল্লেখ্য, এই দুটি প্ল্যানই দৈনিক অনেকটা পরিমাণে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ দেয়।

Jio 299 vs 399: কোন প্ল্যান রিচার্জ করলে বেশি সুবিধা?

১. Jio-র ২৯৯ টাকার প্ল্যান: এই জিও প্ল্যানে ইউজারদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয়। সাথে থাকে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি করে এসএমএস ব্যবহারের সুবিধা। এর বৈধতা ২৮ দিন, যেখানে অন্যান্য সুবিধা হিসাবে মিলবে JioTV, JioCinema এবং JioSecurity-এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন।

২. Jio-র ৩৯৯ টাকার প্ল্যান: রিলায়েন্স জিওর এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন বৈধতা, আর এতেও আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা মিলবে। তবে এর ডেটা বেনিফিট অনেকটা বেশি – প্রথমত এটি রোজ ৩ জিবি ডেটা ব্যবহার করতে দেবে, এছাড়াও এতে থাকবে অতিরিক্ত ৬ জিবি ডেটা (যা প্যাক হিসেবে ব্যবহার করতে ৬১ টাকা খরচ করতে হয়) বোনাস। একইসাথে কমপ্লিমেন্টরি জিও অ্যাপের অ্যাক্সেস তো থাকছেই।

অতএব বুঝতেই পারছেন যে, জিওর এই দুটি প্ল্যানের মধ্যে একমাত্র পার্থক্য হল ডেটা। এক্ষেত্রে আপনি ১০০ টাকা বেশি দিয়ে রিচার্জ করলে অধিক পরিমাণে (পড়ুন অতিরিক্ত ৩৪ জিবি) ডেটা ব্যবহার করতে পারবেন। তাই আপনার কাছে যদি ডেটা ব্যবহারের বিষয়টিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে ৩৯৯ টাকার প্ল্যান আপনার কাজে আসবে। নাহলে অন্য সস্তা বিকল্পটিতেও আপনি কার্যত একই সুবিধা পাবেন।

Show Full Article
Next Story