কাজের কথা! মাসের শুরুতে দাম বেড়েছে, এখন Jio, Airtel, Vi-এর ৮৪ দিনের রিচার্জে কত টাকা লাগবে?

৮৪ দিনের বৈধতায় রিচার্জ করতে চান? এক নজরে দেখে নিন তিনটি বেসরকারি টেলিকম কোম্পানির নতুন প্রাইস লিস্ট ও যাবতীয় সুবিধা।

Anwesha Nandi 24 July 2024 7:36 PM IST

প্রায় একমাস হতে চলল দেশে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে। রিলায়েন্স জিও থেকে শুরু করে ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া – তিনটি বড় বেসরকারি টেলিকম কোম্পানিই তাদের প্ল্যানগুলি এক ধাক্কায় অনেকটা (পড়ুন ৬০০ টাকা পর্যন্ত) ব্যয়বহুল করে তুলেছে। এমতাবস্থায় রিচার্জ করতে গেলে পকেটে যে বড়রকম টান পড়বে তাতে সন্দেহ নেই, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে হলে রিচার্জ তো করতেই হবে। সেক্ষেত্রে আপনি যে কোম্পানির সিমই ব্যবহার করুন না কেন, এখন যদি নিজের নম্বর সচল রাখতে ৮৪ দিনের প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার কাজে আসবে।

আসলে এখানে আমরা ৮৪ দিনের বৈধতাবিশিষ্ট সমস্ত জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া প্ল্যান সম্পর্কে কথা বলব। ফলত, তালিকার পাশাপাশি আপনি এগুলির দাম ও সুবিধার বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন, যাতে করে রিচার্জের দরুন আপনাকে খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবেনা!

৮৪ দিন চলবে জিওর এই পাঁচটি প্ল্যান

  • ৪৭৯ টাকার জিও প্ল্যান: এটি ৮৪ দিনের জন্য জিওর সবচেয়ে সস্তা প্ল্যান যাতে মোট ৬ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ১,০০০টি মেসেজ পাবেন।
  • ৭৯৯ টাকার জিও প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা পাওয়া যায়।
  • ৮৮৯ টাকার প্ল্যান: এই প্ল্যান প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধার পাশাপাশি জিও সাভন প্রো-এর ফ্রি সাবস্ক্রিপশন দেয়। এর বৈধতাও ৮৪ দিন।
  • ১,০২৮ টাকার প্ল্যান : এটি ৮৪ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ৫জি ডেটা এমনকি সুইগি ওয়ান লাইট-এর তিন মাসের সাবস্ক্রিপশন অফার করে।
  • ১,০২৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটিও ৮৪ দিনের বৈধতার সাথে আসে। এতে প্রতিদিন ২ জিবি ডেটা থেকে শুরু করে প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশনের মতো বেনিফিট পাওয়া যায়।

৮৪ দিনের জন্য সেরা এয়ারটেল প্ল্যান

  • ৫০৯ টাকার এয়ারটেল প্ল্যান: এটি এয়ারটেলের সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যান। এতে মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস/প্রতিদিন অফার করে।
  • ৮৫৯ টাকার এয়ারটেল প্ল্যান: এই এয়ারটেল প্ল্যানটিও ৮৪ দিনের বৈধতায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ১০০টি এসএমএস/রোজ এবং কিছু ফ্রি সাবস্ক্রিপশন অফার করে।
  • ৯৭৯ টাকার এয়ারটেল প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা থেকে শুরু করে আনলিমিটেড ৫জি ডেটা, কলিং এবং এয়ারটেল এক্সট্রিম প্লে-র সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  • ১,১৯৯ টাকার এয়ারটেল প্ল্যান: এটিও ৮৪ দিনের বৈধতায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা ও যাবতীয় বেসিক বেনিফিট দেয়। সাথে থাকে অ্যামাজন প্রাইম, এয়ারটেল এক্সট্রিম প্লে ইত্যাদির সাবস্ক্রিপশন।

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের প্ল্যান এগুলি

  • ৫০৯ টাকার ভিআই প্ল্যান: এটি এই কোম্পানির সবচেয়ে সস্তা ৮৪ দিনের প্ল্যান যা মোট ৬ জিবি ডেটা, আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা দেয়।
  • ৮৫৯ টাকার ভিআই প্ল্যান: এই ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়।
  • ৯৭৯ টাকার ভিআই প্ল্যান: প্ল্যানটি ৮৪ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং মাঝরাত তথা ১২টার পর আনলিমিটেড ডেটা অফার করে।
  • ৯৯৭ টাকার ভিআই প্ল্যান: এই প্ল্যানটির যাবতীয় সুবিধা আগের প্ল্যানটির অনুরূপ, তবে এতে ৯০ দিনের জন্য সান নেক্সটের সাবস্ক্রিপশন পাওয়া যায়।
  • ১,৫৯৯ টাকার ভিআই প্ল্যান: এটি ৮৪ দিনের জন্য প্রতিদিন ২.৫ ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সাথে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভারের মতো সুবিধা অফার করে। এর মূল আকর্ষণ নেটফ্লিক্সের ৮৪ দিনের ফ্রি সাবস্ক্রিপশন।

Show Full Article
Next Story