Jio, Airtel ও Vi -এর জনপ্রিয় ৮৪ দিনের প্ল্যান! কম খরচে আনলিমিটেড কল সহ ডেটা

বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারের প্রধান তিনটি নাম Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi। এই ত্রয়ীর...
Anwesha Nandi 22 March 2023 12:51 PM IST

বর্তমান সময়ে ভারতের টেলিকম বাজারের প্রধান তিনটি নাম Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi। এই ত্রয়ীর গ্রাহক সংখ্যা প্রচুর; আর সমস্ত গ্রাহকের চাহিদা মেটাতে তারা আনলিমিটেড কলিং, নির্দিষ্ট পরিমাণ ডেটার পাশাপাশি নানাবিধ সুবিধা অফার করে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই তিন সংস্থার মধ্যে কোনো একটির কানেকশন ব্যবহার করে থাকেন এবং এই মুহূর্তে রিচার্জের জন্য আপনার চাই লম্বা ভ্যালিডিটি (এক বছরের নয়), প্রচুর ডেটা, অফুরন্ত কলের মত সুবিধা – তাহলে আপনার অত্যন্ত কাজে আসবে আমাদের আজকের এই প্রতিবেদন। কারণ আজ আমরা এখানে Airtel, Jio এবং Vi-এর কিছু সেরা ত্রৈমাসিক (পড়ুন ৮৪ দিনের ভ্যালিডিটিযুক্ত) প্ল্যানের কথা বলব। এই প্ল্যানগুলিতে এক খরচে বহু বেনিফিট মিলবে। তো আসুন, আর দেরি না করে দেখে নিই তালিকা।

Jio-র এই তিনটি প্ল্যানে পাবেন ৮৪ দিনের বৈধতা ও আরও নানা সুবিধা

১. ৬৬৬ টাকার Jio প্ল্যান: জিওর এই ৮৪ দিনের ভালিডিটিযুক্ত প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা মেলে। সাথে থাকে কম্প্লিমেন্টরি জিও অ্যাপের সাবস্ক্রিপশন।

২. ৭১৯ টাকার Jio প্ল্যান: এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস/রোজ ব্যবহার করতে দেয়। এতেও কিছু জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়।

৩. ১,১১৯ টাকার Jio প্ল্যান: আপনি যদি ৮৪ দিনের বৈধতার সাথে বেশি ডেটা পেতে চান তাহলে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এটি আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএসের পাশাপাশি রোজ ৩ জিবি করে ডেটা অফার করে। এছাড়াও এতে রয়েছে Jio TV, JioCinema, Jio Security, JioCloud ইত্যাদি প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুবিধা।

Airtel গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটির জন্য রিচার্জ করুন এই প্ল্যানগুলি

১. ৪৫৫ টাকার Airtel প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যান ৮৪ দিন ধরে মোট ৬ জিবি ডেটা, ৯০০টি এসএমএস এবং আনলিমিটেড কল অফার করে। এর সাথে থাকে অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24/7 Circle), ১০০ টাকা ফাস্ট্যাগ (Fastag) ক্যাশব্যাক, ফ্রি হ্যালোটিউনস (Hellotunes) এবং উইঙ্ক (Wynk) মিউজিকের অ্যাক্সেস।

২. ৭১৯ টাকার Airtel প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদও ৮৪ দিনের এবং এটি রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১.৫ জিবি ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহার করা যায়। সাথে মেলে Disney+Hotstar প্ল্যাটফর্মের ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং আগের প্ল্যানটির সমস্ত এক্সট্রা বেনিফিট।

৩. ৮৩৯ টাকার Airtel প্ল্যান: এটি আগের দুটি প্ল্যানের যাবতীয় সুবিধা অফার করে। তবে এতে রোজ ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা রয়েছে।

৪. ৯৯৯ টাকার Airtel প্ল্যান: এই প্ল্যানে ৮৪ দিনের বৈধতার সাথে আনলিমিটেড কলিং, রোজ ১০০টি এসএমএস এবং ২.৫ জিবি করে ডেটা বেনিফিট উপলব্ধ। এছাড়াও এতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime)-এর মেম্বারশিপ।

Vi-এর কানেকশন? ৮৪ দিনের ভ্যালিডিটি মিলবে এই দুই প্ল্যানে

১. ৭১৯ টাকার Vi প্ল্যান: এই ৮৪ দিনের প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা উপলব্ধ। আবার এটি 'বিঞ্জ অল নাইট' (Binge all night) মানে সারারাত আনলিমিটেড ইন্টারনেটের সাথে 'উইকেন্ড ডেটা রোলওভার' (Weekend data rollover)-এর সুবিধাও পাওয়া যায়।

২. ৮৩৯ টাকার Vi প্ল্যান: এটিতে ৮৪ দিন ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা দেয়। উপরন্তু এটিতেও আছে বিঞ্জ অল নাইট এবং উইকেন্ড ডেটা রোলওভার বেনিফিট।

Show Full Article
Next Story