মাত্র 26 টাকায় 28 দিন ধরে ইন্টারনেট ব্যবহার করা যাবে, Jio-র সবচেয়ে সস্তা ডেটা প্ল্যানটি সম্পর্কে জানেন?
বর্তমানে ভারতের টেলিকম বাজারে Reliance Jio-র ইউজারবেস সবচেয়ে বেশি – প্রায় এক দশক সময় ধরে সংস্থাটি প্রচুর মানুষের ভরসা...বর্তমানে ভারতের টেলিকম বাজারে Reliance Jio-র ইউজারবেস সবচেয়ে বেশি – প্রায় এক দশক সময় ধরে সংস্থাটি প্রচুর মানুষের ভরসা অর্জন করেছে। যদিও বিনিময়ে তারা কাস্টমারদের নানাবিধ সুবিধা দিতে ভুলছেনা। যেমন নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির পাশাপাশি এই মূল্যবৃদ্ধির জমানায় দাঁড়িয়ে অন্যান্য টেলকোগুলিকে পেছনে ফেলে Jio তার প্রিপেইড ইউজারদের চাহিদা অনুযায়ী প্রচুর প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করছে। এর মধ্যে এমন কিছু প্ল্যানও আছে যা নতুন গ্রাহকদের বেশ প্রলুব্ধ করতে পারে। উদাহরণস্বরূপ Jio-র ২৬ টাকার কথা বলা যায়, যা পুরো ২৮ দিনের জন্য ডেটা বেনিফিট দেয়।
Jio-র ২৬ টাকার প্ল্যান: বিশেষ কী এমন পাবেন?
রিলায়েন্স জিওর ২৬ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি আসলে জিওফোন অ্যাড-অন (JioPhone Add On) প্ল্যান। এতে ২৮ দিনের বৈধতায় ২ জিবি ডেটা পাওয়া যায়। তবে এই প্ল্যানে ডেটা ছাড়া কলিং বা এসএমএসের মতো সুবিধা নেই। তাছাড়া এটি জিওফোন ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন।
ফলত যারা কম ডেটা ব্যবহার করেন বা নতুন ফিচার ফোন কিনেও ইন্টারনেটের সুবিধা পেতে চান, তাদের জন্য এই ২৬ টাকার জিও প্ল্যানটি আদর্শ। সেক্ষেত্রে এই প্ল্যানটি যেকোনো জিওফোন রিচার্জ প্ল্যানের সাথে টপ-আপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
JioPhone না থাকলে কী করবেন?
তবে আপনার যদি জিওফোন না থাকে, কিন্তু এই ধরনের কোনো সস্তা ডেটা প্ল্যান রিচার্জ করতে চান,
তাহলে আপনি জিওর ১৫৫ টাকার ভ্যালু প্ল্যানটি বেছে নিতে পারেন। এতেও ২৮ দিনের ভ্যালিডিটিতে মোট ২ জিবি ডেটা মেলে, সাথে থাকে কলিং ও এসএমএসের বেনিফিট।