Jio -র খাস অফার, এক রিচার্জে চলবে বাড়ির চারজনের, প্ল্যান শুরু মাত্র 599 টাকা থেকে

Jio Family Plan: ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নানাবিধ পোস্টপেইড, প্রিপেইড এবং ডেটা অ্যাড অন প্ল্যান লঞ্চ করেছে। কিন্তু এগুলি…

Jio Family Plan: ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের চাহিদার ভিত্তিতে নানাবিধ পোস্টপেইড, প্রিপেইড এবং ডেটা অ্যাড অন প্ল্যান লঞ্চ করেছে। কিন্তু এগুলি ছাড়াও সংস্থাটি আরো বেশ কয়েকটি বিশেষ রিচার্জ প্ল্যান যুক্ত করেছে পোর্টফোলিওতে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি সংস্থার ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যানের (Family postpaid Recharge Plan) প্রসঙ্গে। এই ধরণের রিচার্জ প্ল্যানের বিশেষত্ব হল, একটি মাত্র প্ল্যান রিচার্জ করে সর্বাধিক ৪ জন ব্যক্তি সেই প্ল্যানের যাবতীয় বেনিফিটের লাভ ওঠাতে পারবে। আরো সোজা ভাষায় বললে, ফ্যামিলি রিচার্জ প্যাকের অধীনে আপনি ছাড়াও, আপনার পরিবারের আরো ৩ জন ব্যক্তি ইন্টারনেট ডেটা, আনলিমিটেড ফ্রি কলিং, এসএমএস সহ অন্যান্য সুযোগ-সুবিধার অ্যাক্সেস পেয়ে যাবেন। অতএব Jio আনীত এই প্ল্যানগুলি যথেষ্ট লাভদায়ক।

রিলায়েন্স জিও ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান (Reliance Jio Family Postpaid Recharge Plan Details)

রিলায়েন্স জিও মোট ৩টি ফ্যামিলি রিচার্জ প্যাক লঞ্চ করেছে। এগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৫৯৯ টাকা থেকে। এই পোস্টপেইড প্ল্যানগুলিতে আপনি সহ আপনার পরিবারের আরো ৩ জন সদস্যকে সংযুক্ত করা যাবে। সর্বোপরি প্রধান নম্বরের পাশাপাশি, সংযুক্ত সেকেন্ডারি সিম নম্বরগুলিতেও আনলিমিটেড কলিং, ডেটা, এসএমএস, এমনকি ওটিটি অ্যাপ অ্যাক্সেস সুবিধা উপলব্ধ থাকবে। নিচে ৩টি ফ্যামিলি রিচার্জ প্ল্যানের বিস্তারিত দেওয়া হল –

Reliance Jio ৫৯৯ টাকার ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান

৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রধান সিম নম্বর ব্যতীত আরো একটি সেকেন্ডারি নম্বর যুক্ত করা যাবে। অর্থাৎ মোট দুটি কানেকশন পাওয়া যাবে। জিওর এই সবচেয়ে সস্তার ফ্যামিলি প্ল্যান, ৩০ দিনে মোট ১০০ জিবি ডেটা অফার করে। তবে জিও তাদের এই প্ল্যানের সাথে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও দিচ্ছে। অর্থাৎ, আগের মাসের ডেটা সম্পূর্ণ খরচ করতে না পারলে তা পরের মাসে ব্যবহার করা যাবে। যাইহোক, বেসিক বেনিফিট হিসাবে এই প্ল্যানের অধীনে – আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে। আবার অতিরিক্ত বেনিফিট হিসাবে – জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের অ্যাক্সেসও মিলবে। এছাড়া – নেটফ্লিক্স (Netflix) মোবাইল অ্যাপ এবং এক বছরের জন্য অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন গ্রাহকেরা।

Reliance Jio ৭৯৯ টাকার ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান

আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি তিন জনের হয়, তবে ৭৯৯ টাকার ফ্যামিলি প্ল্যানটি আপনার জন্য আদর্শ। কেননা এতে প্রধান ব্যবহারকারী ছাড়াও, আরো দু’জনকে সংযুক্ত করা যাবে। বেনিফিটের কথা বললে – বৈধতাসীমা পর্যন্ত মোট ১৫০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা মিলবে। এছাড়া ভয়েস কলিং এবং এসএমএস করার সুবিধাও উপলব্ধ। আবার উপরিউক্ত প্ল্যানের ন্যায় – জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউড, নেটফ্লিক্স মোবাইল এবং অ্যামাজন প্রাইম অ্যাপের ফ্রি অ্যাক্সেসও পেয়ে যাবেন আপনি।

Reliance Jio ৯৯৯ টাকার ফ্যামিলি পোস্টপেইড রিচার্জ প্ল্যান :

৯৯৯ টাকা খরচ করার পরিবর্তে মোট চার জন ব্যক্তি একসঙ্গে পরিষেবা উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি জিও তাদের এই প্ল্যানের অধীনে বেসিক বেনিফিট হিসাবে – আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং মোট ২০০ জিবি ডেটা ব্যবহারের সুবিধা অফার করছে। আর ডেটা রোলওভার বিকল্পের অধীনে আপনি ৫০০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোপরি জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের পাশাপাশি, নেটফ্লিক্স মোবাইল এবং অ্যামাজন প্রাইম অ্যাপের মতো জনপ্রিয় ওটিটি অ্যাপগুলির সাবস্ক্রিপশনও নিখরচায় দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, উপরে উল্লেখিত তিনটি রিচার্জ প্ল্যানের নির্ধারিত ইন্টারনেট ডেটা লিমিট বৈধতার আগেই নিঃশেষ হয়ে গেলে ১০ টাকা প্রতি জিবি হিসাবে ডেটা কিনতে হবে। আর, ৫জি এলিজিবল এলাকা ও ফোনের জন্য আনলিমিটেড ডেটা অফার করছে জিও।