দৈনিক কোনো ডেটা লিমিট নেই, Reliance Jio এর এই তিনটি প্ল্যানে পাবেন এককালীন ডেটা সহ কলিংয়ের সুবিধা

বর্তমানে Reliance Jio-র এমন অনেক গ্রাহক আছেন যারা ওয়াইফাই কানেকশন ব্যবহার করে থাকেন, তাই তাদের দৈনিক ডেটা খুব বেশি কাজে...
techgup 20 Feb 2024 1:18 PM IST

বর্তমানে Reliance Jio-র এমন অনেক গ্রাহক আছেন যারা ওয়াইফাই কানেকশন ব্যবহার করে থাকেন, তাই তাদের দৈনিক ডেটা খুব বেশি কাজে লাগে না। এই জন্য তারা দৈনিক ডেটার পরিবর্তে এককালীন ডেটা সুবিধা পেতে চান। আর এই সকল গ্রাহকদের জন্য Jio-র কাছে তিনটি চমৎকার প্ল্যান উপস্থিত। আবার, তিনটি প্ল্যানের দাম ও সুবিধা ভিন্ন ভিন্ন হওয়ায় ব্যবহারকারীরা নিজের সুবিধে মতো যেকোনো একটি বেছে নিতেও পারেন। চলুন জেনে নিই Jio-র এই প্ল্যানগুলির দাম কত এবং এগুলি কি কি সুবিধা অফার করা হয়।

Jio-এর ১৫৫ টাকার প্ল্যান

এটি জিওর সবথেকে সাশ্রয়ী মূল্যের একটি প্ল্যান, যার ভ্যালিডিটি ২৮ দিন। এখানে মোট ২ জিবি ডেটা ছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএস অফার করা হয়। আর অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড-এর মতন একাধিক অ্যাপ অ্যাক্সেস করার সুবিধাও পাওয়া যায়।

Jio-এর ৩৯৫ টাকার প্ল্যান

জিওর এই ৩৯৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। আর এর সাথে সংস্থাটি মোট ৬ জিবি ডেটা প্রদান করে। এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকেরা প্রত্যেকদিন যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি এসএমএস পাঠানোর সুযোগ পেয়ে থাকেন। পাশাপাশি, এর সাথে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের মতো অ্যাপগুলি উপভোগ করার সুবিধাও পাওয়া যায়।

Jio-এর ১৫৫৯ টাকার প্ল্যান

জিওর একটি অন্যতম ব্যয়বহুল প্ল্যান হল এটি, যার ভ্যালিডিটি ৩৩৬ দিন। আর এর সাথে ব্যবহারকারীদের মোট ২৪ জিবি ডেটা এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সহ দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা অফার করা হয়ে থাকে।

প্রসঙ্গত, জিও ব্যবহারকারীরা ৩৯৫ টাকা এবং ১,৫৫৯ টাকা রিচার্জ করলে আনলিমিটেড ৫জি ইন্টারনেট উপভোগ করার সুযোগও পাবেন। তবে মনে রাখতে হবে যে, ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা একমাত্র ৫জি অধ্যুষিত এলাকায় এই পরিষেবা উপভোগ করতে পারবেন।

Show Full Article
Next Story
Share it