Jio Free OTT: জিওর এই ২ প্ল্যানে ফ্রিতে দেখুন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সাথে আনলিমিটেড কল ও ৩০০ জিবি পর্যন্ত ডেটা

প্রিপেইড, পোস্টপেইড, ইন্টারন্যাশনাল এবং জিও ফোন গ্রাহকদের জন্য Reliance Jio বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির সাথে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি সংস্থাটি…

প্রিপেইড, পোস্টপেইড, ইন্টারন্যাশনাল এবং জিও ফোন গ্রাহকদের জন্য Reliance Jio বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির সাথে বিভিন্ন সুবিধা পাওয়া যায়। তবে সম্প্রতি সংস্থাটি তাদের সমস্ত প্রিপেইড প্ল্যানের থেকে বিনামূল্যে Disney+ Hotstar ওটিটি সাবস্ক্রিপশন সরিয়ে নিয়েছে। তবে Jio -র পোস্টপেইড প্ল্যানের সাথে এখনও Netflix, Prime Video-র মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি, সংস্থার পোস্টপেইড প্ল্যান শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে।
তবে এখানে আমরা Jio-র এমন দুটি পোস্টপেইড প্ল্যানের কথা বলবো, যেখানে ডেটা, আনলিমিটেড কল, ওটিটি সাবস্ক্রিপশন ফ্রি-তে পাওয়া যাবে।

১,৪৯৯ টাকার Jio Postpaid Plan

রিলায়েন্স জিও-র ১৪৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের বৈধতা ৩০ দিন। এই প্ল্যানে ৩০০ জিবি ডেটা দেওয়া হয়। এই সীমা শেষ হওয়ার পর গ্রাহকদের প্রতি জিবির জন্য ১০ টাকা চার্জ দিতে হবে। এই প্ল্যানের সাথে ৫০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও উপলব্ধ। যার অর্থ কোনো মাসের অবশিষ্ট ডেটা পরের মাসের ডেটার সাথে যোগ হয়ে যাবে।

জিও-র এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবে। অর্থাৎ সারা দেশে যে কোনও নেটওয়ার্কে লোকাল, এসটিডি এবং রোমিং কল করতে পারবেন গ্রাহকরা। এছাড়া প্রতিদিন মিলবে ১০০টি করে এসএমএসও।

জিও-র এই প্ল্যানে নেটফ্লিক্সের মোবাইল প্ল্যান, অ্যামাজন প্রাইম, জিওটিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। উল্লেখ্য, এই প্ল্যানে ১ বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

৩৯৯ টাকার Jio Postpaid Plan

তবে যারা অতিরিক্ত খরচ মনে করে ১,৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে চান না। তারা ৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এর ভ্যালিডিটিও ৩০ দিন। এখানে মোট ৭৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা শেষ হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে প্রতি জিবি হিসেবে ১০ টাকা চার্জ নেওয়া হবে। এই প্ল্যানে মোট ২০০ জিবি ডেটা রোলওভারের সুবিধা মিলবে।

জিও-র ৩৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। এছাড়াও প্রতিদিন ১০০টি করে এসএমএস দেওয়া হচ্ছে। সাথে নেটফ্লিক্স মোবাইল প্ল্যান, অ্যামাজন প্রাইম, জিওটিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে বিনামূল্যে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন