সামনেই ফুটবল বিশ্বকাপ, ডেটা ও কলিং সহ পাঁচটি নতুন প্ল্যান আনল Reliance Jio
আগামী রবিবার, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর কাতারে মুখোমুখি...আগামী রবিবার, ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর কাতারে মুখোমুখি হতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্লেয়াররা। মোট ৩২ টি দেশের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটা তো সময়ই বলবে; তবে প্রত্যেকটি দলই তাদের সেরাটা দিতে প্রস্তুত। সবমিলিয়ে, এই মুহূর্তে কাতার বিশ্বকাপ নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। তাই চলতি সময়ে ফুটবল জ্বরে আক্রান্তদের জন্য Reliance Jio পাঁচটি নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যান চালু করেছে। টেলিকম সংস্থাটি জানিয়েছে যে, এই প্ল্যানগুলি কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরবে ভ্রমণকারী ফুটবল প্রেমীদের জন্য উপলব্ধ হবে। ব্যবহারকারীরা কাতারে কতগুলি ম্যাচ দেখতে চাইছেন, তার ওপর নির্ভর করে তারা এই প্ল্যানগুলিকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। গ্রাহকরা jio.com বা সংস্থার MyJio অ্যাপ থেকে নিজেদের পছন্দসই আন্তর্জাতিক রোমিং প্ল্যানগুলি বেছে নিতে পারবেন। চলুন, জিও-র সদ্য চালু হওয়া ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানগুলিতে উপলব্ধ সুবিধার সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Jio-র ১১২২ টাকার IR রোমিং প্ল্যান
এই ডেটা প্ল্যানে ১ জিবি ডেটা পাওয়া যায় এবং এটি পাঁচ দিনের বৈধতা সহ আসে। তবে সমস্ত ডেটা ব্যবহার করার পরে স্ট্যান্ডার্ড পেগো (PayGo) রেট প্রযোজ্য হবে।
Jio-র ১৫৯৯ টাকার IR রোমিং প্ল্যান
এই প্ল্যানটির ভ্যালিডিটি ১৫ দিন। প্ল্যানটিতে লোকাল কল, কল ব্যাক টু ইন্ডিয়া এবং ইনকামিং কল সহ মোট ১৫০ মিনিট ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়া, এই প্ল্যান মারফত ১ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএসও করার সুযোগ পাবেন ইউজাররা। তবে ওয়াই-ফাই কলিং-এর মাধ্যমে নির্ধারিত ইনকামিং কল লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকদের কাছ থেকে ১ টাকা চার্জ নেওয়া হবে, এবং আউটগোয়িং কল লিমিট শেষ হয়ে গেলে স্ট্যান্ডার্ড পেগো রেট প্রযোজ্য হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
Jio-র ৩৯৯৯ টাকার IR রোমিং প্ল্যান
এই প্ল্যানটি ৩০ দিনের মেয়াদে ২৫০ মিনিট লোকাল কল ও কল ব্যাক টু ইন্ডিয়া এবং অতিরিক্ত ২৫০ মিনিট ইনকামিং ভয়েস কল অফার করে। সেইসাথে এতে ৩ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস করার সুযোগও পাওয়া যাবে। তবে ওয়াই-ফাই কলিং-এর মাধ্যমে নির্ধারিত ইনকামিং কল লিমিট শেষ হয়ে গেলে ১ টাকা চার্জ নেওয়া হবে গ্রাহকদের কাছ থেকে। তদুপরি, আউটগোয়িং কল লিমিট শেষ হয়ে গেলে স্ট্যান্ডার্ড পেগো রেট প্রযোজ্য হবে।
Jio-র ৫১২২ টাকার IR রোমিং প্ল্যান
এই ডেটা প্ল্যানে ৫ জিবি ডেটা পাওয়া যায় এবং এটি ২১ দিনের বৈধতা সহ আসে। তবে প্ল্যানটিতে উপলব্ধ সমস্ত ডেটা অ্যাক্সেস করার পরে স্ট্যান্ডার্ড পেগো রেট প্রযোজ্য হবে।
Jio-র ৬৭৯৯ টাকার IR রোমিং প্ল্যান
এই প্ল্যানটি ৩০ দিনের মেয়াদে ৫০০ মিনিট লোকাল কল ও কল ব্যাক টু ইন্ডিয়া এবং সেইসাথে ফ্রি ইনকামিং ভয়েস কল ফেসিলিটি অফার করে। উপরন্তু, এতে ৫ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএসও পাওয়া যায়। উল্লেখ্য যে, আউটগোয়িং কল লিমিট শেষ হয়ে গেলে স্ট্যান্ডার্ড পেগো রেট প্রযোজ্য হবে।