Jio vs Jio: ৩১ টাকা বেশি খরচে অনেক সুবিধা, জিও আনল বিশেষ প্ল্যান
২০১৬ সালে বাজারে পা রাখার অল্প সময়ের মধ্যেই ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানির জায়গায় পৌঁছে যায় Reliance Jio (রিলায়েন্স...২০১৬ সালে বাজারে পা রাখার অল্প সময়ের মধ্যেই ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানির জায়গায় পৌঁছে যায় Reliance Jio (রিলায়েন্স জিও)। আর তারপর থেকে বিগত কয়েক বছরে সস্তায় আকর্ষণীয় পরিষেবার জন্য সংস্থাটি এখনো শীর্ষস্থানেই রয়েছে; এর গ্রাহক সংখ্যা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি। এমনিতে অভ্যাসবশত Jio প্রায়ই গ্রাহকদের জন্য নানারকম অফার নিয়ে আসে। তবে এবারের স্বাধীনতা দিবসে তারা ৭৫০ টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে যার বেশ কিছু সুবিধা বিদ্যমান ৭১৯ টাকার প্ল্যানের অনুরূপ। তুলনামূলকভাবে বললে, ৭০০ টাকার রেঞ্জে আসা এই দুটি প্ল্যানের দামের পার্থক্য মাত্র ৩১ টাকা। ফলে দেখতে গেলে, Jio নিজের সাথেই প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু গ্রাহকরা রিচার্জের সময় কোনটি বেছে নেবেন অর্থাৎ অপেক্ষাকৃত সস্তা প্ল্যান নাকি নতুন বিকল্পে বেশি সুবিধা মিলবে? তাছাড়া ৭৫০ টাকার প্ল্যানটির বেনিফিট ঠিক কীরকম? আসুন বিভ্রান্ত না হয়ে জেনে নিই এই বিষয়ে খুঁটিনাটি।
Jio-র ৭১৯ টাকার প্ল্যান
গত বছরের শেষে জিওর ৫৯৯ টাকার প্ল্যানটির দাম বেড়ে হয় ৭১৯ টাকা। সুবিধা বলতে, এতে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মেলে। তাছাড়াও রিচার্জকারীরা এই প্ল্যানের সাথে JioTV, Jio Cinema, Jio ক্লাউড এবং Jio Security-র কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনের বেনিফিটও পাবেন। প্ল্যানটির বৈধতা ৮৪ দিন, অর্থাৎ এটি ব্যবহারের জন্য দৈনিক খরচ ৮.৫৫ টাকা (৭১৯÷৮৪ দিন)।
Jio-র ৭৫০ টাকার প্ল্যান
৯০ দিনের বৈধতাযুক্ত এই রিচার্জ প্ল্যানটি দুটি ভাগে বিভক্ত – ৭৪৯ টাকার বেনিফিট এবং ১ টাকার বেনিফিট। ৭৪৯ টাকার ভাগে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। সাথে থাকবে রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। অন্যদিকে এই প্ল্যানের দ্বিতীয় অংশে অর্থাৎ ১ টাকায় ১০০ এমবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এছাড়া ৭১৯ টাকার প্ল্যানটির মত এতেও কিছু জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন মিলবে।
Jio-র কোন প্ল্যানে মিলছে বেশি সুবিধা?
বলতে গেলে ৭৫০ টাকার রিচার্জ প্ল্যানটিকে দুটিভাগে বিভক্ত হলেও, এর ১ টাকার সুবিধা তেমন আহামরী নয়! তবে এই প্ল্যানের এর গড় খরচ ৮.৩৩ টাকা। অর্থাৎ ৭১৯ টাকার প্ল্যানের থেকে এর গড় খরচের মান কম এবং এর বৈধতাও ৬ দিন বেশি। তাই গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করলেই বেশি বেনিফিট পাবেন।