আরও 41 শহরে পৌঁছে গেল Jio True 5G নেটওয়ার্ক, বিনামূল্যে কভারেজ পাবেন মোট 406 জায়গার মানুষ

মাসের প্রায় শেষ দিকে পৌঁছে আজ মঙ্গলবার ভারতের আরও ৪১টি শহরে 5G চালু করল Reliance Jio। শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের এই...
Anwesha Nandi 21 March 2023 10:15 PM IST

মাসের প্রায় শেষ দিকে পৌঁছে আজ মঙ্গলবার ভারতের আরও ৪১টি শহরে 5G চালু করল Reliance Jio। শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরের এই পদক্ষেপের পর অর্থাৎ নতুন করে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কভারেজ প্রসারিত হওয়ার পর, এখন দেশের মোট ৪০৬টি শহরের মানুষ Jio True 5G-এর হাইস্পিড সার্ভিস উপভোগ করতে পারবেন। আপাতত, এই পরিষেবা পেতে আলাদা করে নতুন সিম বা রিচার্জের প্রয়োজন পড়বেনা। Jio-র 4G গ্রাহকরা নূন্যতম ২৩৯ টাকার প্ল্যান রিচার্জ করলেই সংস্থার 'Welcome Offer' কাজে লাগিয়ে 5G-র মজা পাবেন। কিন্তু লেটেস্ট লঞ্চে কোন কোন শহরে সম্প্রতি পৌঁছে গেল Jio 5G সার্ভিস? আসুন এক নজরে দেখে নিই তালিকা।

আজ থেকে এই ৪১টি শহরেও মিলবে Jio-র 5G পরিষেবা

১. অন্ধ্রপ্রদেশ আদোনি, বাডভেল, চিলাকালুরিপেট, গুদিভাদা, কাদিরি, নরসাপুর, রায়চোটি, শ্রীকালহাস্তি, তাদেপল্লিগুডেম,

২. গোয়ার মারগাও,

৩.হরিয়ানার ফতেহাবাদ, গোহানা, হানসি, নারনউল , পালওয়াল,

৪. পাওন্তা সাহেব ( হিমাচল প্রদেশ ),

৫. জম্মু ও কাশ্মীরের রাজৌরি,

৬. ঝাড়খণ্ডের দুমকা,

৭. কর্নাটকের রবার্টসনপেট,

৮. কেরলের কানহাংগড়, নেদুমানগড়, তালিপারাম্বা, থালাসেরি, থিরুভাল্লা,

৯. মধ্যপ্রদেশের বেতুল, দেওয়াস, বিদিশা,

১০. মহারাষ্ট্রের ভান্ডারা, ওয়ার্ধা,

১১. মিজোরামের লুংলেই,

১২. ওড়িশার ব্যাসানগর, রায়গড়া,

১৩. পাঞ্জাব এর হোশিয়ারপুর,

১৪. রাজস্থানের টঙ্ক,

১৫. তামিলনাড়ুর কারাইকুডি, কৃষ্ণগিরি, রানিপেট, থেনি আলিনগরাম, উধাগামণ্ডলম, ভানিয়ামবাদি

১৬. ত্রিপুরার কুমারঘাট।

5G সার্ভিসে রেকর্ড গড়বে Jio?

জিও বর্তমানে একমাত্র টেলিকম কোম্পানি, যারা দেশের একাংশ শহরে বা ৪০০-এরও বেশি সংখ্যক জায়গায় ৫জি পরিষেবা অফার করছে। স্বল্প কয়েকদিন আগেই সংস্থাটি ৩৪টি শহরে জিও ট্রু ৫জি নেটওয়ার্ক চালু করেছিল, আর তারপর এই সাম্প্রতিক পদক্ষেপ। আসলে চলতি ২০২৩ বছরের মধ্যে ভারতের সমগ্র ২২টি টেলিকম সার্কেলে দুরন্ত গতির নতুন মোবাইল নেটওয়ার্ক উপলব্ধ করার পরিকল্পনা করেছে জিও, আর এই পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে যে তারা কোনোরকম চেষ্টার ত্রুটি রাখছে না, তা বেশ স্পষ্ট!

সেক্ষেত্রে আপনি যদি জিওর ৫জি পরিষেবাপ্রাপ্ত শহরগুলির মধ্যে কোনো একটির বাসিন্দা হন, তাহলে একটি ৫জি কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন ব্যবহার করে আপনি এই নেটওয়ার্কের স্বাদ পরখ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন যে ফোনটি ৫জি ফিচার বিশিষ্ট হলেও তা জিওর ৫জি ব্যান্ডগুলি সাপোর্ট করতে কিনা।

Show Full Article
Next Story