দাম বাড়ানোর পরই ৫১ টাকা, ১০১ টাকা ও ১৫১ টাকার নতুন রিচার্জ প্ল্যান আনল Jio, কি ফায়দা পাবেন

সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে রিলায়েন্স জিও। আর এরপর টেলকোটি তাদের পোর্টফোলিও থেকে কিছু পুরোনো প্ল্যান...
PUJA 6 July 2024 4:02 PM IST

সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে রিলায়েন্স জিও। আর এরপর টেলকোটি তাদের পোর্টফোলিও থেকে কিছু পুরোনো প্ল্যান অপসারণ করলেও, কিছু নতুন প্ল্যান সংযুক্তও করেছে। যার মধ্যে কিছু ডেটা বুস্টার প্রিপেড প্ল্যানও উপস্থিত। যারা ৫জি পরিষেবা পেতে চান তাদের জন্য জিও সম্প্রতি লঞ্চ করেছে ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার তিনটি ৫জি ডেটা বুস্টার প্ল্যান। তবে মনে রাখতে হবে এগুলি যেহেতু ডেটা বুস্টার প্ল্যান, তাই এগুলি বৈধতা বাড়ানোর কাজ করবে না। আর এই প্ল্যান রিচার্জ করতে গেলে গ্রাহককে কোনো বেস প্রিপেড প্ল্যান ব্যবহার করতে হবে। তবে ৪৭৯ এবং ১,৮৯৯ টাকার প্ল্যানের সাথে এই ৫জি ডেটা বুস্টার প্ল্যান কাজ করবে না। উল্লেখ্য, যারা দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করবেন তাদের এই বুস্টার প্ল্যানের কোনো প্রয়োজন নেই। আসুন এক নজরে দেখা নেওয়া যাক জিওর নতুন ৫জি ডেটা বুস্টার প্ল্যানের সুবিধাগুলি কি কি?

রিলায়েন্স জিওর ডেটা বুস্টার প্ল্যান

৫১ টাকার প্ল্যান

জিওর এই ডেটা বুস্টার প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটার সাথে ৩ জিবি ৪জি ডেটা পাওয়া যাচ্ছে, যার ভ্যালিডিটি ব্যবহারকারীর বেস অ্যাক্টিভ প্ল্যানের সমান। যেসব গ্রাহকদের দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করা আছে এবং ১ মাস পর্যন্ত প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে, তারা ৫জি ডেটা উপভোগ করতে চাইলে এই প্ল্যান রিচার্জ করতে পারেন।

১০১ টাকার প্ল্যান

জিওর ১০১ টাকার প্ল্যানের সাথে মোট ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা অফার করা হচ্ছে, আর এর ভ্যালিডিটিও নির্ভর করবে ব্যবহারকারীর বেস অ্যাক্টিভ প্ল্যানের উপর। তাছাড়া, যে সকল গ্রাহক দৈনিক ১ জিবি বা ১.৫ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করেছেন এবং তাদের প্ল্যানের মেয়াদ যদি ১ মাসের বেশি কিন্তু ২ মাসের কম বা সমান হয়, তাহলে তারা ৫জি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে এটি রিচার্জ করতে পারেন।

১৫১ টাকার প্ল্যান

যে সকল জিও ব্যবহারকারীরা দৈনিক ১ জিবি বা ১.৫ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করেছেন এবং প্ল্যানের মেয়াদ ২ মাসের বেশি অথচ ৩ মাসের কম বা সমান তারা আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে চাইলে এই প্ল্যান রিচার্জ করতে পারেন। আর এর সাথে গ্রাহকদের মোট ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ইন্টারনেট উপভোগ করার সুযোগ দেওয়া হবে। তবে, মনে রাখবেন এই অ্যাড-অন প্ল্যানের ভ্যালিডিটি ব্যবহারকারীর বেস অ্যাক্টিভ প্ল্যানের উপর নির্ভর করবে।

Show Full Article
Next Story