বছরভর নো রিচার্জ! মাত্র 269 টাকা মাস খরচে Jio দিচ্ছে আনলিমিটেড কল-ডেটা, ফ্রি Prime Video সাবস্ক্রিপশনও

নিজের পরিষেবার মানোন্নয়নের জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। যেমন...
Anwesha Nandi 17 Nov 2023 2:53 PM IST

নিজের পরিষেবার মানোন্নয়নের জন্য দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। যেমন কয়েক সপ্তাহ আগে তারা একটি নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যাতে রোজ অনেকটা ডেটার সাথে, লম্বা ভ্যালিডিটি এবং একাধিক ফ্রি OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এমনকি Jio-র এই প্ল্যানে মিলবে ইচ্ছেমতো কল করার বিকল্পও। তবে এর যাবতীয় সুবিধার পেতে আগ্রহী গ্রাহককে ৩,২২৭ টাকা খরচ করতে হবে। আপনি কি Jio সিম ব্যবহার করেন এবং এই প্ল্যান রিচার্জ করতে চান? তাহলে আসুন, এই ৩,২২৭ টাকার প্ল্যান সম্পর্কিত খুঁটিনাটি এক নজরে দেখে নিই।

Jio-র এই বার্ষিক প্ল্যান রয়েছে ট্রেন্ডিংয়ে

জিওর নতুন ৩,২২৭ টাকার প্ল্যানটি এই মুহূর্তে 'মাই জিও' (My Jio) অ্যাপের রিচার্জ সেকশনে 'ট্রেন্ডিং' ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত। এই প্ল্যানটি ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছরের বৈধতার সাথে আসে। আর এতে দৈনিক ২ জিবি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগও পাওয়া যায়।

শুধু তাই নয়, এই ৩,২২৭ টাকার প্ল্যান রিচার্জ করলে অফুরন্ত হাই-স্পিড ডেটাও হাতের মুঠোয় পাওয়া যাবে। কারণ এটিতে আনলিমিটেড (Unlimited 5G) ডেটার সুবিধাও বর্তমান।

মিলবে দেদার OTT বেনিফিট

আলোচ্য জিও রিচার্জ প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ওটিটি বেনিফিট। এক্ষেত্রে সংস্থা তার এই ৩,২২৭ টাকার প্ল্যানে Amazon Prime Video-র মোবাইল এডিশন সাবস্ক্রিপশন বিনামূল্যে অ্যাক্সেস করতে দেবে। এছাড়াও এতে রয়েছে Jio TV, JioCinema এবং JioCloud-এর মতো একাধিক কমপ্লিমেন্টারি অ্যাপও নিখরচায় ব্যবহার করা যাবে। গড়ে এর মাসিক খরচ ২৬৯ টাকার কাছাকাছি। তাই একসাথে এত কিছু পেতে চাইলে একটু বেশি টাকা একেবারে দিয়ে প্ল্যানটি রিচার্জ করাটা বুদ্ধিমানের কাজই হবে!

Show Full Article
Next Story