Jio গ্রাহকদের জন্য সুখবর, ট্রু ৫জি আপগ্রেড ভাউচার প্ল্যানে পাবেন আনলিমিটেড ৫জি ডেটা

৬০১ টাকার Jio 5G আপগ্রেড ভাউচার আসলে একটি ৫জি আপগ্রেড প্ল্যান। যেখানে ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা ৫জি ব্যবহারের সুবিধা পান।

Ankita Mondal 16 Nov 2024 8:12 AM IST

ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের একটি দুর্দান্ত প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম ৬০১ টাকা এবং এটি আপনি আপনার বন্ধু বা পরিবারের লোকজনের সাথে শেয়ার করতে পারবেন। এই প্ল্যানের নাম ৬০১ ট্রু ৫জি আপগ্রেড ভাউচার। এটি গ্রাহকরা অন্য গ্রাহককে উপহার স্বরূপ দিতে পারেন। অর্থাৎ জিও-র এই প্ল্যান হস্তান্তর যোগ্য। আসুন এই প্যাকের সুবিধা দেখে নেওয়া যাক।

জিও ৬০১ ট্রু ৫জি আপগ্রেড ভাউচার

৬০১ টাকার জিও ৫জি আপগ্রেড ভাউচার আসলে একটি ৫জি আপগ্রেড প্ল্যান। যেখানে ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীরা ৫জি ব্যবহারের সুবিধা পান। জানিয়ে রাখি প্রত্যহ ২ জিবি ডেটা প্ল্যানের সাথেই এখন ৫জি আনলিমিটেড ডেটা অফার করে জিও। তবে যারা দৈনিক ১.৫ জিবি ডেটা প্ল্যান ব্যবহার করেন তারা ৫জি আপগ্রেড প্ল্যানের সাথে এই সুবিধা পেতে পারেন। আর ৬০১ টাকার এই প্ল্যান কেউ যখন উপহার স্বরুপ অন্য কাউকে দেয় তখন যাকে উপহার দেওয়া হয় তার মাইজিও অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়।

আর ৬০১ টাকার জিও ৫জি আপগ্রেড ভাউচারে ৫১ টাকার মোট ১২টি ভাউচার পাওয়া যায়। এই ভাউচার মাইজিও অ্যাপ থেকে সক্রিয় করা যায়। এর মাধ্যমে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করা যাবে। আর ৫১ টাকার ভাউচার কেবল প্রতিদিন ১.৫ জিবি ডেটা অফারকারী মাসিক প্ল্যানের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আর আগেই বলেছি এই প্ল্যান হস্তান্তর যোগ্য। তবে আপনি কেবল ৫১ টাকার ভাউচার কাউকে পাঠাতে পারবেন না। আপনাকে ৬০১ টাকার পুরো ভাউচার পাঠাতে হবে।

আর এই ভাউচার রিডিম করার জন্য আপনাকে মাইজিও অ্যাকাউন্ট থেকে 'মাই ভাউচার' সেকশনে‌ যেতে হবে। এরপর আপনাকে ভাউচারের উপর ক্লিক করতে হবে এবং এরপর 'রিডিম' অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আনলিমিটেড ৫জি ডেটার আনন্দ উপভোগ করতে পারবেন। অন্যথায় আপনাকে জিও-র দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করতে হবে।

Show Full Article
Next Story