Reliance Jio-র চমৎকার প্ল্যান, মাসিক ২৪০ টাকা খরচে রোজ ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল

মূল্যবৃদ্ধির জমানায় নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসের মতো রিচার্জ ট্যারিফের দামও পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধি পেয়েছে।...
SUPARNAMAN 17 Sept 2022 10:05 PM IST

মূল্যবৃদ্ধির জমানায় নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসের মতো রিচার্জ ট্যারিফের দামও পূর্বের তুলনায় অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আজ থেকে প্রায় এক বছর আগে Reliance Jio, Airtel, Vi প্রভৃতি বেসরকারি টেলিকম অপারেটরেরা সমবেতভাবে এই রিচার্জ ট্যারিফের দাম বাড়ানোর কথা ঘোষণা করে। এর ফলে সাধারণ মানুষ যথেষ্ট বিপাকে পড়লেও তা নিয়ে ভ্রূক্ষেপ নেই টেলকোগুলির। উল্টে মানুষের কথা না ভেবে তারা খুব শীঘ্রই দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির সুযোগ খুঁজছে।

এহেন পরিস্থিতিতে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে চলতি প্রতিবেদনে আমরা Reliance Jio -র এমন একটি রিচার্জ বিকল্পের কথা উল্লেখ করতে চলেছি, যা চয়নের পরিবর্তে গ্রাহকেরা মাসিক ২৪০ টাকায় দৈনিক মোট ২ জিবি ডেটা খরচের সুবিধা পেয়ে যাবেন। যদিও Jio'র এই বিকল্প মাসিক বৈধতা নয় বরং ৮৪ দিনের মিড-টার্ম ভ্যালিডিটি সহ এসেছে। Jio'র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপ মারফত আগ্রহীরা, আলোচ্য প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

মাসিক ২৪০ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা খরচের সুবিধা দিচ্ছে Reliance Jio

আজ্ঞে হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা রিলায়েন্স জিও'র প্রিপেইড প্ল্যানের কথাই আলোচনা করছিলাম, যার মূল্য ৭১৯ টাকা। ২০২১ সালে প্রথম দফায় ট্যারিফ মূল্যবৃদ্ধির সময় জিও এই প্ল্যান প্রকাশ্যে আনে। বর্তমানে সাশ্রয়ী রিচার্জ বিকল্পের খোঁজে থাকা ইউজারদের জন্য ৭১৯ টাকার জিও প্ল্যান সত্যিই যথেষ্ট লাভজনক প্রমাণিত হতে পারে। 'বেনিফিট' বা সুবিধার কথা বলতে হলে এই বিকল্পটি যে দৈনিক ২ জিবি ডেটা খরচের স্বাধীনতা দেবে, সেকথা তো আগেই উল্লেখ করেছি। তাছাড়া ৮৪ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ আলোচ্য প্ল্যানের সাথে জিও উপভোক্তারা রোজ ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র লাভ করবেন। এখানেই শেষ নয় বরং ৭১৯ টাকার জিও প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা একাধিক JioTV, JioCinema, JioCloud, JioSecurity ইত্যাদি একাধিক জিও অ্যাপের নিঃশুল্ক বা ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন, যা আরো একটি চিত্তাকর্ষক সুবিধা। সুতরাং আলোচ্য প্ল্যান বেছে নিলে জিও ইউজারদের সামনে সবদিক থেকেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন হিসেব অনুযায়ী ৮৪ দিনের বৈধতায় উপরোক্ত বেনিফিটগুলি উপভোগের জন্য জিও গ্রাহকদের খরচ করতে হচ্ছে, ৭১৯ টাকা। এক্ষেত্রে গ্রাহকদের মাসিক খরচের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২৪০ টাকা। সম্প্রতি প্রায় একই মূল্যে আগত ২৩৯ টাকার প্ল্যান রিচার্জের মাধ্যমে Jio গ্রাহকেরা রোজ ১.৫ জিবি ডেটা খরচের ছাড়পত্র পেয়ে থাকেন। সেদিক থেকে মিড-টার্ম ভ্যালিডিটির সাথে উপলব্ধ, ৭১৯ টাকার প্ল্যান রিচার্জের ফলে Reliance Jio ইউজারেরা যে অপেক্ষাকৃত বেশি লাভবান হবেন, তা নিশ্চয়ই আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই। ফলে সস্তায় টেলিকম পরিষেবার সুফল ভোগের ক্ষেত্রে ৭১৯ টাকার Jio প্রিপেইড প্ল্যান সত্যিই গ্রাহকদের জন্য বেশ ভালো বিকল্প হতে পারে।

Show Full Article
Next Story