ফের বাজিমাত Jio-র, ট্যারিফ বাড়ার পরেও সস্তায় বেশি বেশি ডেটা দিচ্ছে, সাথে OTT বেনিফিটও

ট্যারিফ বাড়লেও 'সস্তায়' রোজ অনেকটা করে ডেটা ও ওটিটি বেনিফিট দিচ্ছে রিলায়েন্স জিও। বিশদ জানলে লাভ করবেন...

Anwesha Nandi 30 July 2024 3:01 PM IST

প্রায় একমাস হতে চলল ভারতের টেলিকম সংস্থাগুলির রিচার্জ খরচ বেড়ে কার্যত আকাশছোঁয়া হয়ে উঠেছে – স্বাভাবিকভাবে সব মোবাইল ইউজারের কপালেই বিরক্তির ভাঁজ পড়ছে। যেমন ভোডাফোন আইডিয়ার হিরো আনলিমিটেড প্ল্যানের কথাই বলা যাক। ট্যারিফ শুল্ক বাড়ার পর এর প্রাথমিক দাম বেড়ে হয়েছে ৩৪৯ টাকা। এটি রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের একই দামের অর্থাৎ ৩৪৯ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতা করে। কিন্তু সব মিলিয়ে এই রিচার্জ প্ল্যান কি লাভজনক, নাকি শুধু গুনতে হচ্ছে বেশি টাকাই? আসুন বিশদ জেনে নিই…

এয়ারটেলের ৩৪৯ টাকার প্ল্যানের বেনিফিট

এয়ারটেলের এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি ফ্রি এসএমএসের সুবিধা পাওয়া যায়। অতিরিক্তভাবে এটি অ্যাপোলো ২৪×৭ সার্কেল এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস দেয়।

জিওর ৩৪৯ টাকার প্ল্যান: কী সুবিধা পাবেন?

জিওর ৩৪৯ টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস/রোজ অ্যাক্সেস করা যায়। সাথে আছে নির্দিষ্ট কিছু জিও অ্যাপের কম্প্লিমেন্টরি সাবস্ক্রিপশন।

বিপরীতে ভোডাফোন আইডিয়ার ৩৪৯ টাকার প্ল্যান

ভিআইও এই ফোনে ২৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। বেসিক বেনিফিট বলতে এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএস/রোজ পাওয়া যাবে। অন্যদিকে প্ল্যানটি ৩ দিনের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটা অফার করবে। এছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে বিঞ্জ অল নাইট (রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা), উইকএন্ড ডেটা রোলওভার বেনিফিট, প্রতি মাসে ২ জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা অ্যাক্সেসের বিকল্প।

এগিয়ে জিও-ই

স্পষ্টতই দেখা যাচ্ছে যে, তিন সংস্থার মধ্যে ডেইলি ডেটা অফারের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে জিও। এতে জিও সিনেমার অ্যাক্সেসও পাওয়া যায়। অন্যদিকে ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলের প্ল্যানে কোনো ওটিটি অ্যাপ উপভোগের বিকল্প মেলেনা। তাই সবদিক থেকে জিওর প্ল্যানটিই লাভজনক। তবে প্রচুর মোবাইল ডেটার দরকার থাকলে ভোডাফোনের প্ল্যান রিচার্জ করাই ভালো।

Show Full Article
Next Story
Share it