Jio-র প্রজাতন্ত্র দিবসের শ্রদ্ধাঞ্জলি! বিশেষ অফারে পাবেন 912GB ডেটা ও 3000 টাকার বেশি বেনিফিট
Jio Republic Day Offer: মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রদানের ক্ষেত্রে গোটা দেশের মানুষকে মাতিয়ে রেখেছে যে, তার নাম Reliance...Jio Republic Day Offer: মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রদানের ক্ষেত্রে গোটা দেশের মানুষকে মাতিয়ে রেখেছে যে, তার নাম Reliance Jio। তুলনামূলক সস্তায় উন্নতমানের পরিষেবা দেওয়ার প্রসঙ্গে বর্তমানে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থাটির কোনো জুড়ি নেই। এদিকে রাত পোহালেই ৭৫তম প্রজাতন্ত্র দিবস, ভারতবাসীর অন্যতম আবেগের দিন – আর সেই উপলক্ষে, Jio, এবার তার কোটি কোটি ইউজারের জন্য একটি রিচার্জ প্ল্যানকে বিশেষ করে তুলেছে। এই মুহূর্তে সংস্থার জনপ্রিয় বার্ষিক প্ল্যানে গ্রাহকদের সেটির দামের চেয়েও বেশি টাকার (প্রায় ৩,২৫০ টাকা মূল্যের) কুপন দেওয়া হচ্ছে। আগামী ৩০শে জানুয়ারির মধ্যে Jio কোম্পানির MyJio অ্যাপের মাধ্যমে ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে যাবতীয় বেসিক বেনিফিটের সাথে রিপাবলিক অফার হিসেবে একগুচ্ছ ফ্রি কুপন পাবেন। আসুন তবে, জেনে নিই ২,৯৯৯ টাকার রিচার্জে Jio ঠিক কী সুবিধা দিচ্ছে…
রিচার্জে এই সমস্ত কুপন ডিসকাউন্ট দিচ্ছে Jio
- জিও ইউজাররা ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ১৫০ টাকার দুটি Swiggy কুপন পাবেন, যা কাজে লাগিয়ে অনলাইনে খাবার অর্ডার করলে মোট ২৫০ টাকা ছাড় মিলবে।
- এক্ষেত্রে কোম্পানি একটি Ajio কুপন দেবে, যাতে ২,৯৯৯ টাকার শপিংয়ে ৫০০ টাকা ছাড় পাবেন।
- ইউজাররা Tira থেকে কেনাকাটা করলে ৩০% ছাড় (১,০০০ টাকা পর্যন্ত)-এর কুপন পাবেন।
- রিচার্জের পর Ixigo-র মাধ্যমে ফ্লাইট বুক করলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
- একইভাবে Reliance Digital থেকে ৫,০০০ টাকার কেনাকাটায় ন্যূনতম ১০% ছাড় কাজে লাগানো যেতে পারে।
মনে রাখবেন, জিও প্রদত্ত উল্লিখিত যাবতীয় ফ্রি বেনিফিট পেতে শুধুমাত্র মাইজিও অ্যাপ বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই রিচার্জ করতে হবে। আর রিচার্জের পর পার্টনার কুপন মিলবে যা প্রয়োগ করে এদের সুবিধা কাজে লাগানো যাবে।
Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যানের সুবিধা
জিওর ২,৯৯৯ টাকা দামের রিচার্জ প্ল্যানটি পুরো ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের বৈধতার সাথে আসে। এতে রোজ ২.৫ জিবি করে ডেটা (মোট ৯১২ জিবি ডেটা), আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যায়। সাথে থাকে আনলিমিটেড ৫জি (5G) ডেটা এবং JioTV, JioCinema জাতীয় প্ল্যাটফর্ম বিনামূল্যে ব্যবহারের সুবিধাও।