Reliance Jio গ্রাহকদের জন্য বড় আপডেট, পরিবর্তন এল 61 টাকার 5G বুস্টার ডেটা প্ল্যানে
গত বছর 5G পরিষেবা লঞ্চ করে Reliance Jio। আর তারপর থেকেই সংস্থাটি গ্রাহকদের জন্য নিয়ে আসে অনেকগুলি 5G বুস্টার প্ল্যান।...গত বছর 5G পরিষেবা লঞ্চ করে Reliance Jio। আর তারপর থেকেই সংস্থাটি গ্রাহকদের জন্য নিয়ে আসে অনেকগুলি 5G বুস্টার প্ল্যান। তার মধ্যে একটি প্ল্যান হলো ৬১ টাকার প্রিপেড প্ল্যান। আর এই ডেটা বুস্টার প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য আনা হয়, যারা ২৩৯ টাকার কম মূল্যের প্রিপেড প্ল্যান রিচার্জ করে থাকেন। অর্থাৎ ওই সকল গ্রাহকদের 5G ওয়েলকাম অফারের আওতায় আনতে Jio এই নতুন প্ল্যানটি লঞ্চ করে। এই প্ল্যানের সাথে প্রথমে ৬ জিবি ডেটা অফার করা হতো। তবে কিছুদিন আগে জিও গোপনে এই বুস্টার প্ল্যানের ডেটা বাড়িয়ে ৬ জিবি থেকে ১০ জিবি করে দেয়। কিন্তু আবার হঠাৎই এই প্ল্যানের ডেটা কমিয়ে পুনরায় ৬ জিবি করে দিয়েছে Jio।
যদিও সংস্থাটি এই বিষয়ে কোন রকম ঘোষণা করেনি। তবে এই পরিবর্তনটি তাদের ওয়েবসাইটে ও অ্যাপে প্রতিফলিত হচ্ছে। আর আগের বারের মত এই বারও নীরবেই কাজটি সম্পন্ন করে সংস্থা। তবে এটা তাদের কোনো ভুল ছিল নাকি কোনো পরীক্ষা ছিল, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, Jio-র এই প্ল্যানটি একটি 5G অ্যাড-অন ডেটা প্ল্যান। এটি কোনো কম্বো প্রিপেড প্ল্যান নয়। আর এই প্ল্যানের কোনো স্বতন্ত্র বৈধতাও নেই। এর বৈধতা বেস প্ল্যানের বৈধতার উপর নির্ভর করে। এছাড়া, নির্দিষ্ট ডেটা ব্যবহার করার পরে, গ্রাহকের জন্য ডেটার গতি ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।
জানিয়ে রাখি, রিলায়েন্স জিও এখনও পর্যন্ত ভারতের ৫২৩৩ টিরও বেশি শহরে ৫জি পরিষেবা চালু করেছে। এছাড়া সংস্থাটি দ্রুত তাদের ৫জি কভারেজে নতুন ভৌগলিক এলাকা যোগ করে চলেছে। রিলায়েন্স জিও ৫জি স্ট্যান্ড অ্যালোন (5G SA) নেটওয়ার্ক সরবরাহ করে, যা দেশের বেশিরভাগ ৫জি ফোন দ্বারা সমর্থিত। তবে, এমন কিছু ডিভাইস আছে যেগুলিতে ৫জি স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্ক সমর্থন করে না।