Jio Air Fiber: গ্রামেও মিলবে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা, রিলায়েন্স জিও আনছে এয়ার ফাইবার পরিষেবা
টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) দেশবাসীর জন্য শীঘ্রই একটি নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।...টেলিকম অপারেটর সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) দেশবাসীর জন্য শীঘ্রই একটি নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। রিপোর্টকে বিশ্বাস করলে সংস্থাটি আগামী কয়েক মাসের মধ্যেই এদেশে 'এয়ার ফাইবার' (Air Fiber) পরিষেবা চালু করতে পারে। এক্ষেত্রে এয়ার ফাইবার পরিষেবার অধীনে তথাকথিত ওয়্যার বা তার ছাড়াই উচ্চ-গতির ইন্টারনেট প্রদান করা হবে। মনে করা হচ্ছে, নতুন এই পরিষেবার মাধ্যমে জিও তাদের গ্রাহক সংখ্যা আরো বাড়াতে সক্ষম হবে।
এই বিষয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট কিরণ থমাস (Kiran Thomas) মন্তব্য করেছেন যে, "জিও এয়ার ফাইবার (Jio Air Fiber) পরিষেবাকে আগামী কয়েক মাসের মধ্যেই দেশবাসীর জন্য উপলব্ধ করা হবে।" আর লঞ্চের পর এই পরিষেবা সংস্থার 'কানেক্টেড হোম' স্ট্র্যাটেজিকে ত্বরান্বিত করবে। তিনি আরো জানিয়েছেন যে - প্যান ইন্ডিয়া ভিত্তিক ৫জি (5G) নেটওয়ার্ক উপলব্ধ হওয়ার পরই নতুন এয়ার ফাইবার পরিষেবা লঞ্চ করার পরিকল্পনা করছে জিও। এক্ষেত্রে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জিও ফাইবার (Jio Fiber) এবং এয়ার ফাইবার (Air Fiber) পরিষেবাকে ভারতের ১০০ মিলিয়ন বা ১০ কোটি বাড়িতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মুকেশ আম্বানি পরিচালিত টেলিকমটি। জিওর বিশ্বাস, ৫জি নেটওয়ার্কের কারণে এয়ার ফাইবার পরিষেবার অধীনে হোম ব্রডব্যান্ড ব্যবহারকারীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
জানিয়ে রাখি রিলায়েন্স জিও ইতিমধ্যেই - রেডিও ফ্রিকোয়েন্সি প্ল্যানিং, ইনস্টলেশন প্রক্রিয়া এবং বেশ কয়েকটি অঞ্চলে পাইলট প্রজেক্টের মাধ্যমে এয়ার ফাইবার পরিষেবা পরীক্ষা করছে। যার অর্থ হল, উক্ত টেলিকম সংস্থাটি খুব শীঘ্রই তাদের এই নতুন পরিষেবাকে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।
২০২৩ সালের মার্চ মাসে Reliance Jio -এর মুনাফার গ্রাফ ঊর্ধ্বমুখী হল
সম্প্রতি রিলায়েন্স জিও চলতি বছরের মার্চ মাসের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্ট থেকে জানা গেছে মুনাফার হার ১৩% বৃদ্ধি পেয়ে ৪,৭১৬ কোটি টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাটি ৪,১৭৩ কোটি টাকার আয় করেছিল। এরপর গ্রাহক পিছু গড় আয় বা 'রেভেনিউ পার ইউজার' ১৬৭.৬ টাকা থেকে বেড়ে ১৭৮.৮ টাকা হয়ে গেছে।
মূলত ৫জি পরিষেবা লঞ্চ করার কারণেই আয় বেড়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সংস্থাটি জানিয়েছে যে, সারা দেশ জুড়ে ৩,৫০,০০০ টিরও বেশি ৫জি সেল যুক্ত করা হয়েছে।