Airtel কে বলে বলে গোল দেবে এই Jio প্ল্যান, এক রিচার্জে সারাবছর কলিং ও ডেটা

অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় কম খরচে ভালো পরিষেবা দেওয়ার জন্য Reliance Jio ভারতের বাজারে অত্যন্ত সমাদৃত। এই...
Anwesha Nandi 24 Feb 2023 11:55 AM IST

অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় কম খরচে ভালো পরিষেবা দেওয়ার জন্য Reliance Jio ভারতের বাজারে অত্যন্ত সমাদৃত। এই মূল্যবৃদ্ধির সময়ও সংস্থার পোর্টফোলিওতে প্রচুর সুবিধাজনক (পড়ুন সস্তায় পুষ্টিকর) প্ল্যান রয়েছে, তা সে প্রিপেইড গ্রাহকদের জন্য হোক কিংবা পোস্টপেইড কানেকশনের জন্য। আবার Jio, নিজের ফিচার ফোন অর্থাৎ JioPhone-এর জন্যও সংস্থাটি এমন কিছু রিচার্জ প্ল্যান অফার করে যেগুলিতে ডেটা, কলিং এবং এসএমএসের পর্যাপ্ত জোগান মেলে। সেক্ষেত্রে আজকের প্রতিবেদনে আমরা এমনই তিনটি প্ল্যানের সম্পর্কে আলোচনা করব; এদের দাম পড়বে যথাক্রমে ১৫২ টাকা, ২২২ টাকা এবং ৮৯৫ টাকা।

JioPhone ইউজাররা রিচার্জ করতে পারেন এই তিনটি ফায়দামন্দ্ প্ল্যান

১. JioPhone-এর ১৫২ টাকার প্ল্যান: জিওর এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এতে আনলিমিটেড কলিংয়ের সাথে মোট ১৪ জিবি ডেটা এবং ৩০০টি এসএমএস পাওয়া যাবে। নিঃসন্দেহে এটি বেশ সাশ্রয়ী।

২. JioPhone-এর ২২২ টাকার প্ল্যান: তালিকার দ্বিতীয় জিও ফোন প্ল্যানটির ভ্যালিডিটিও ২৮ দিন। তবে এতে আনলিমিটেড কলিং, রোজ ২ জিবি করে ডেটা এবং ১০০টি এসএমএস/প্রতিদিন ব্যবহারের সুযোগ মেলে। সাথে থাকে নির্দিষ্ট জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের বেনিফিট।

৩. JioPhone-এর ৮৯৫ টাকার প্ল্যান: যারা বেশি সময়ের জন্য রিচার্জ করতে চান, তারা এই প্ল্যানটি বেছে নিতে পারেন। এই প্ল্যানটি ৩৩৬ দিন অর্থাৎ ২৮ দিনের হিসেবে এক বছরের বৈধতা অফার করে। অন্যদিকে এতে মেলে মোট ২৪ জিবি ডেটা, ৬০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের বিকল্প।

Show Full Article
Next Story