5G লঞ্চের পর নতুন রেকর্ড গড়ল Jio, সেরা ডাউনলোড স্পিড পেয়েছেন এই সংস্থার গ্রাহকরা
বাজারে পা রাখার পর থেকে সস্তা রিচার্জ প্ল্যান, হাই-স্পিড ইন্টারনেট, বিস্তৃত কভারেজ ইত্যাদি উন্নত মানের পরিষেবা অফার করে...বাজারে পা রাখার পর থেকে সস্তা রিচার্জ প্ল্যান, হাই-স্পিড ইন্টারনেট, বিস্তৃত কভারেজ ইত্যাদি উন্নত মানের পরিষেবা অফার করে বেশিরভাগ ভারতবাসীরই মন জয় করে নিয়েছে Reliance Jio। বহু পুরোনো টেলিকম অপারেটরগুলিকে পেছনে ফেলে মুকেশ আম্বানির এই কোম্পানি বিগত ৭ বছরের কাছাকাছি সময় ধরে সেক্টরের প্রতিনিধিত্ব করছে। এমনকি তারা মাত্র পাঁচ মাসে ভারতের একাংশ শহরে 5G নেটওয়ার্ক উপলব্ধ করেছে, যার দরুন গ্রাহকরা বিনামূল্যে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারছেন। তবে এই চক্করেই Jio, এখন নতুন রেকর্ড সৃষ্টি করে বসেছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি OpenSignal-এর একটি নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে যে গত ১লা ডিসেম্বর, ২০২২ থেকে ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ (অর্থাৎ চলতি বছর) পর্যন্ত তিনমাস সময়ের মধ্যে Jio ইউজাররা দ্রুততম (fastest) ডাউনলোড স্পিড পেয়েছেন।
৩০০ এমবিরও বেশি ডাউনলোড স্পিড মিলেছে Jio 5G নেটওয়ার্কে
রিপোর্ট অনুযায়ী, উল্লিখিত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি – তিন মাস সময়ের মধ্যে জিওর ৪জি (4G) নেটওয়ার্ক থেকে ২২.৫ এমবিপিএস ডাউনলোড স্পিড পেয়েছেন গ্রাহকরা, যেখানে জিও ট্রু ৫জি নেটওয়ার্ক থেকে ৩১৫.৩ এমবিপিএস ডাউনলোড স্পিড মিলেছে। আর এর থেকেই জিও সবার সেরা ডাউনলোড স্পিড সরবরাহকারীর জায়গা দখল করতে সক্ষম হয়েছে। ওপেন সিগন্যালের মতে, জিও ইউজারদের গড় বা সামগ্রিক ডাউনলোড স্পিড এয়ারটেলের তুলনায় ৪.৫ এমবিপিএস স্পিড, যা হিসেবে ২৪.৭% দ্রুত।
প্রসঙ্গত উল্লেখ্য, শুধু ডাউনলোড স্পিডের জন্যেই নয়, এর পাশাপাশি জিও এক্সিলেন্ট কন্সিসটেন্ট কোয়ালিটি ক্যাটেগরিতে ৬৩% স্কোর করে পুরস্কার জিতেছে। এছাড়াও সংস্থাটি ৮৪.৩% স্কোরের কারণে ভূষিত হয়েছে কোর কন্সিসটেন্ট কোয়ালিটি অ্যাওয়ার্ডে। এখানেই শেষ নয়, জিও নিজের বিদ্যমান নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে চারটি কভারেজ পুরস্কারও নিজের ঝুলিতে পুড়েছে।
জায়গা দখলে মরিয়া Airtel, ইউজাররা পাচ্ছেন এই সব উন্নত মানের সার্ভিস
এয়ারটেল ইউজাররা সেরা ভিডিও এক্সপিরিয়েন্স, গেমস এবং ভয়েস এক্সপিরিয়েন্স উপভোগ করতে পেরেছেন। এইসব ক্ষেত্রে সংস্থার ৫জি পরিষেবা বেশ ভালো রেটিং পেয়েছে। এছাড়াও ওপেন সিগন্যাল জানিয়েছে যে, গেমস এক্সপেরিয়েন্স এবং আপলোড স্পিড এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) বা ভিআই (Vi) বিজয়ী হয়েছে। তবে সস্তা রিচার্জ প্ল্যান অফার করলেও, এক্ষেত্রে সরকারি টেলকো বিএসএনএল (BSNL) কোনোরকম সাড়া ফেলেনি।