দৈনিক ডেটা লিমিট নেই, একবার রিচার্জে সারা বছর নিশ্চিন্ত, Jio, Airtel ও Vi এর মধ্যে কে দেয় বেশি সুবিধা
ইউজারদের সুবিধার্থে দেশের প্রধান তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi...ইউজারদের সুবিধার্থে দেশের প্রধান তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তবে সবচেয়ে মুশকিল ব্যাপার হল, তিনটি কোম্পানির পোর্টফোলিওতেই একই মূল্যের বেশ কিছু রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। ফলে কে বেশি সুবিধা দিচ্ছে, তা বুঝতে অনেক সময়ই ইউজাররা বেশ বিভ্রান্ত হয়ে যান। সেক্ষেত্রে যারা হালফিলে কোম্পানি তিনটি কর্তৃক প্রদত্ত সবচেয়ে সেরা কোনো দীর্ঘমেয়াদী প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন।
আপনাদেরকে জানিয়ে রাখি, রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পোর্টফোলিওতে ২,৯৯৯ টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান মজুত রয়েছে। সংস্থাত্রয়ের এই প্ল্যানগুলিতে এক বছরের লম্বা ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, এসএমএস, ডেটা সহ বেশ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা কোম্পানি তিনটি কর্তৃক প্রদত্ত উক্ত মূল্যের প্ল্যানগুলির সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। ফলে আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ে নিলেই তিনটি সংস্থা ২,৯৯৯ টাকা দামের প্ল্যানে ঠিক কী কী সুবিধা দিচ্ছে, তা আপনি অতি অনায়াসেই জেনে ফেলতে পারবেন; এবং তারপরে আপনি কোন প্ল্যানটি রিচার্জ করবেন, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আর বিন্দুমাত্র অসুবিধা হবে না।
Vodafone Idea-র ২,৯৯৯ টাকার প্ল্যান
ভিআই-এর ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। প্ল্যানটিতে গ্রাহকদেরকে মোট ৮৫০ জিবি ডেটা খরচের সুযোগ দেওয়া হয়েছে; অর্থাৎ, এই প্ল্যানে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই। ফলে যারা ডেইলি ডেটা প্ল্যান পছন্দ করেন না, তাদের জন্য এটি এককথায় আদর্শ। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ইউজারদেরকে ৫০ পয়সা করে চার্জ দিতে হবে। সেইসাথে এতে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ পাওয়া যাবে। এছাড়া অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা), এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস মিলবে।
Reliance Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানটি ৩৬৫ দিনের বৈধতা সহ আসে। এতে রয়েছে অফুরন্ত ভয়েস কল, রোজ ১০০টি করে এসএমএস, এবং দৈনিক ২.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা। অর্থাৎ, প্ল্যানটির মারফত মোট ৯১২.৫ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএসে নেমে আসবে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাবেন ইউজাররা।
তবে এখানেই শেষ নয়, চলতি বছরে দিওয়ালি উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটি ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে বিশেষ দিওয়ালি সেলিব্রেশন অফার চালু করেছে। এর সুবাদে এই প্ল্যানটি রিচার্জ করলে বর্তমানে অতিরিক্ত ৭৫ ডিবি ডেটা পাবেন গ্রাহকরা। সেইসাথে সম্পূর্ণ বিনামূল্যে Zoomin-এর দুটি মিনি ম্যাগনেটের সেট (যেগুলির প্রতিটির দাম ২৯৯ টাকা), Ferns N Petals-এ ১৫০ টাকা ছাড় (৭৯৯ টাকা বা ততোধিক কেনাকাটায়), Ajio-তে ৭৫০ টাকা ছাড় (২,৯৯৯ বা তার বেশি টাকার কেনাকাটায়), এয়ারলাইন বুকিংয়ের ক্ষেত্রে (৪,৫০০ টাকার বেশি) Ixigo-তে ৭৫০ টাকা ছাড়, এবং Reliance Digital-এ ১,০০০ টাকা ছাড়ের (৫,০০০ টাকার খরিদ্দারীতে পাওয়া যাবে ৫০০ টাকা মূল্যের দুটি কুপন) সুবিধা মিলবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, সুবিধার এই সুবিশাল সম্ভার কিন্তু সীমিত সময়ের জন্য উপলব্ধ।
Bharti Airtel-এর ২,৯৯৯ টাকার প্ল্যান
এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানে (অর্থাৎ ৩৬৫ দিনের মেয়াদে) আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা খরচের সুবিধা মিলবে। অর্থাৎ, প্ল্যানটির মারফত মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন ইউজাররা। উপরন্তু এক্সট্রা বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে Wynk Music-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও পাওয়া যাবে।
তাহলে কে বেশি সুবিধা দিচ্ছে?
এখন প্রশ্ন হল, ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে এই তিনটি কোম্পানির মধ্যে কে বেশি সুবিধা দিচ্ছে? সেক্ষেত্রে বলি, Airtel যে এই প্রতিযোগিতার বিজয়ী নয়, তা তো খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে। এখন বাকি রইল Jio এবং Vi। সেক্ষেত্রে যদি ডেটার পরিমাণের কথা বলা হয়, তাহলে Jio থাকবে এক নম্বরে। কিন্তু যদি সেই ডেটা ব্যবহার করার সুবিধার কথা বলা হয়, তবে কিন্তু দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিটির চাইতে কিছুটা এগিয়ে থাকবে Vodafone Idea। কারণ Vi-এর ২,৯৯৯ টাকার প্ল্যানে কোনো দৈনিক ডেটা লিমিট নেই। উপরন্তু, সংস্থাটি বিঞ্জ অল নাইট অফার করে, যার সুবাদে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। ফলে সবমিলিয়ে দেখতে গেলে, Vi-এর ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি Jio-র তুলনায় কিছুটা এগিয়ে আছে বলা চলে। তবে এক্ষেত্রে বলে রাখি, 4G নেটওয়ার্কের নিরবচ্ছিন্ন স্পিড এবং প্রাপ্যতার নিরিখে কিন্তু Jio-র তুলনায় পিছিয়ে পড়েছে Vi (Opensignal-এর রিপোর্ট অনুযায়ী)। তাই, সবদিক বিচারবিবেচনা করে কোন প্ল্যানটি রিচার্জ করবেন, সে সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে আপনার।