দাম বাড়লেও ২০০ টাকার কমে Jio, Airtel দিচ্ছে ডেটা-কলের সুবিধা, সস্তায় রিচার্জ সারার রাস্তা দেখে নিন

২০০ টাকার কমে রিচার্জ করতে চাইছেন? এদিকে ট্যারিফ বেড়েছে বলে চিন্তা? জিও, এয়ারটেল কেউই কিন্তু আপনাকে নিরাশ করবেনা!

Latest News Related To Jio Rs 200 Recharge Plan In Bengali On Tech Gup. Explore Jio Rs 200 Recharge Plan Image News, Photos In Bengali In Tech Gup

এই জুলাই মাসের শুরু থেকে দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ খরচ বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে যে, দিনের পর দিন গেলেও বিষয়টি নিয়ে চর্চা থামছেনা। কারণ এক ধাক্কায় রিচার্জ প্ল্যানসমূহের দাম ২৫ শতাংশ বেশি ব্যয়বহুল হয়ে গেছে। এমতাবস্থায়, মোবাইল ব্যবহার কার্যত চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছেই – আর, দুটি সিম রাখা তো যেন বড়লোকের চাল! তবে, যারা রিচার্জের জন্য বিরাট চিন্তায় রয়েছেন, তাদের বলি মাথায় হাত দেওয়ার কিছু নেই, এখনও সস্তায় বা স্পষ্ট করে বললে ২০০ টাকার কম দামে কাজ সেরে নেওয়া যাবে।

হ্যাঁ, রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের মতো দুটি শীর্ষস্থানীয় কোম্পানিই বর্তমানে ১৯৯ টাকা দামে আনলিমিটেড কলিং এবং ডেইলি ডেটার মতো সুবিধা প্রদান করে। সেক্ষেত্রে আপনারা যদি এই দুই টেলকোর গ্রাহক হন, তাহলে আমাদের এই প্রতিবেদন পুরোটা পড়ুন, কেননা এখানে আপনি উল্লিখিত সস্তায় সেরা রিচার্জ প্ল্যান সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

সস্তা রিচার্জ করতে বেছে নিন জিওর ১৯৯ টাকার প্ল্যান

জিওর ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের বৈধতা ১৮ দিন অর্থাৎ দু সপ্তাহের বেশি। তবে স্বল্প সময়ের মেয়াদ হলেও এতে আনলিমিটেড কলিং, রোজ ১.৫ জিবি করে মোট ২৭ জিবি ডেটা এবং দিনপিছু ১০০টি করে এসএমএস পাওয়া যায়। সাথে থাকে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের মতো প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস।

কম যায়না এয়ারটেলও, ১৯৯ টাকার রিচার্জে কী দিচ্ছে তারা?

একই দামের প্ল্যানে এয়ারটেল, ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং, মোট ২ জিবি ডেটা এবং ৩০০টি এসএমএস অফার করে। অতিরিক্তভাবে এতে মেলে ফ্রি হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক ইত্যাদি পরিষেবার অ্যাক্সেস।

জিও নাকি এয়ারটেল, কার রিচার্জ প্ল্যানে লাভ বেশি?

স্পষ্টতই দেখা যাচ্ছে যে, উভয় বেসরকারী টেলিকম কোম্পানি একই মূল্যে গ্রাহকদের পরিষেবা দিলেও, তাদের মধ্যে ভিন্নতা আছে। এক্ষেত্রে জিও, ইউজারদের ডেটা প্রয়োজনীয়তার কথা মাথায় রাখে, কিন্তু এর বৈধতা কম। অন্যদিকে এয়ারটেল গ্রাহকদের বেশি বৈধতা দিচ্ছে। তাই মোবাইল ডেটার তেমন প্রয়োজন না থাকলে এয়ারটেল প্ল্যানটি রিচার্জ করাই তুলনামূলকভাবে লাভজনক। যদিও, উভয় কোম্পানির প্ল্যানেই ফ্রি কলিংয়ের সাথে কোনো আপস করতে হবেনা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন