Jio নাকি Airtel, হাজার টাকার কমে কে দিচ্ছে সেরা ব্রডব্যান্ড পরিষেবা? জানুন সাশ্রয়ী প্ল্যানের খুঁটিনাটি
বিগত এক দশকে আম আদমির জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে ইন্টারনেট। কাজে-অকাজে নানা কারণে দিনের প্রতিটা সময়ই অধিকাংশ মানুষ...বিগত এক দশকে আম আদমির জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে ইন্টারনেট। কাজে-অকাজে নানা কারণে দিনের প্রতিটা সময়ই অধিকাংশ মানুষ নেটদুনিয়ায় ব্যস্ত থাকছেন, যার কারণে তাদের প্রচুর পরিমাণ ডেটা প্রয়োজন হচ্ছে। সোজা কথায় বললে, বর্তমানে ব্যাপকভাবে ইন্টারনেট ডেটার চাহিদা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করেও অনেকে সন্তুষ্ট নন, শহরের ৯০ শতাংশ বাড়িতেই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন রয়েছে। এদিকে সার্ভিস প্রোভাইডারগুলিও গ্রাহকদের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে ব্রডব্যান্ড প্ল্যান সরবরাহ করছে। এমতাবস্থায় আপনি যদি হাজার টাকার কমে বাড়িতে হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পেতে চান, তাহলে আপনার জন্যই আমাদের এই প্রতিবেদন। এখানে আমরা আপনাকে Bharti Airtel এবং Reliance Jio-র মতো নামী কোম্পানির সাশ্রয়ী প্ল্যানের কথা বলব যেগুলিতে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
১,০০০ টাকার কমে সেরা Jio ও Airtel-এর এই ব্রডব্যান্ড প্ল্যান
- Jio-এর ৭৯৯ টাকার প্ল্যান: এই জিও ফাইবার
(JioFiber) প্ল্যানটিতে আনলিমিটেড ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর ইন্টারনেট স্পিড ১০০ এমবিপিএস।
এখানেই শেষ নয়, আলোচ্য ব্রডব্যান্ড প্ল্যানে ইউনিভার্সাল (Universal)+, অল্ট-বালাজি (ALTBalaji), এরোস নাও (Eros Now), লায়নসগেট প্লে (Lionsgate Play), শেমারু-মি (ShemarooMe), জিওসিনেমা (JioCinema), জিওসাভন (JioSaavn)-এর ফ্রি সাবস্ক্রিপশনের বেনিফিটও বিদ্যমান। মানে আপনি এতে নেট ঘাঁটার পাশাপাশি ভরপুর বিনোদনের জোগান পাবেন।
- Airtel-এর ৭৯৯ টাকার প্ল্যান: এটিও ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ও আনলিমিটেড লোকাল-এসটিডি কলের সুবিধা অফার করবে। সাথে থাকবে উইঙ্ক মিউজিক (Wynk Music), শ অ্যাকাডেমি (Shaw Academy) এবং এয়ারটেল এক্সট্রিম (Airtel Xstream)-এর ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
দেখতে গেলে জিওর প্ল্যানটি বেশি সুবিধাজনক, তবে কোন সংস্থা আপনার এলাকায় বেশি প্রচলিত এবং কোন প্ল্যানটি আপনার জন্য লাভজনক হবে, তা দেখে-শুনে কানেকশন নিন।