SIM Card Rules: সিম কার্ডের নয়া নিয়ম, এই গ্রাহকরা পাবে না নতুন সিম, লিস্ট বানাচ্ছে সরকার

সিম কার্ডের নতুন নিয়ম না মানলে কালো তালিকাভুক্ত করা হবে। এছাড়াও, সিম ইস্যুতে নিষেধাজ্ঞা বলবৎ হবে। যেখানে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সময়ের জন্য তাদের নামে কোনও নতুন সিম সংযোগ দেওয়া হবে না।

Suvrodeep Chakraborty 28 Dec 2024 5:44 PM IST

সাইবার প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিম কার্ডের সঙ্গে প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। নতুন নিয়মের অধীনে, যারা নিয়ম মানবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে। এমনকী সিম কার্ড পাওয়ার উপর তিন বছরের জন্য নিষেধাজ্ঞাও বলবৎ করা হবে।

সিম কার্ড নিয়ে কঠোর সরকার

কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এই নিয়ম আনা হচ্ছে। টেলিযোগাযোগ বিভাগ (DoT) সিম কার্ডের অপব্যবহারের সাথে যুক্ত সাইবার অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে, একটি বিস্তৃত কালো তালিকা তৈরি করা হচ্ছে। যেখানে এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে, যারা সিম কার্ড সম্পর্কিত প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত।

শাস্তির পাশাপাশি ভুয়ো কল এবং SMS জালিয়াতি রোধ করার জন্য সাম্প্রতিক TRAI নির্দেশিকা অনুসরণ করা হয়েছে। যার ফলে সম্প্রতি দেশব্যাপী লক্ষ লক্ষ মোবাইল নম্বর সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

লঙ্ঘনকারীদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে টেলিকম দফতরে। সাইবার জালিয়াতির জন্য সিম কার্ড ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের কালো তালিকাভুক্ত করা হবে৷ এছাড়াও, সিম ইস্যুতে নিষেধাজ্ঞা বলবৎ হবে। যেখানে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সময়ের জন্য তাদের নামে কোনও নতুন সিম সংযোগ দেওয়া হবে না।

2025 থেকে কার্যকর হবে নিয়মটি। কালো তালিকাভুক্ত ব্যবহারকারীদের নাম, সমস্ত টেলিকম অপারেটরের সাথে ভাগ করা হবে। যাতে তারা নতুন সংযোগ নিতে না পারে। এটি এই জাতীয় ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি কেন্দ্রীভূত ভান্ডার তৈরি করার নির্দেশ দিয়েছে সরকার।

Show Full Article
Next Story