6G লঞ্চ করতে চলেছে এই দেশ, ১০ কিমি পর্যন্ত কভারেজে মিলবে বিদ্যুৎগতির ইন্টারনেট

গোটা ভারতে এখনও সম্পূর্ণরূপে 5G পরিষেবা উপলব্ধ হয়নি, গত অক্টোবরে লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত দেশের নির্বাচিত কিছু...
Anwesha Nandi 21 Feb 2023 2:39 PM IST

গোটা ভারতে এখনও সম্পূর্ণরূপে 5G পরিষেবা উপলব্ধ হয়নি, গত অক্টোবরে লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত দেশের নির্বাচিত কিছু জায়গাতেই এই নতুন নেটওয়ার্ক পরিষেবা মিলছে। কিন্তু এরইমধ্যে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক অর্থাৎ 6G নিয়ে বড়সড় চমক সামনে এসেছে – শোনা যাচ্ছে যে এবার দক্ষিণ কোরিয়া এই নেটওয়ার্ক চালু করতে যাচ্ছে। না না, আজ-কালের মধ্যেই এই কাজ হচ্ছেনা! আসলে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানমন্ত্রী লিম হাই (Lim Hye), MWC বা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২-এ ঘোষণা করেছেন যে তাদের দেশ আগামী ২০২৮ সালের মধ্যে 6G নেটওয়ার্ক চালু করবে। তাঁর মতে, ওই দেশে ইতিমধ্যেই 6G লঞ্চের প্রস্তুতি বা কাজ চলছে। সেক্ষেত্রে লিমের বক্তব্য থেকে আশা করা যায়, সম্ভবত বিশ্বের অন্যান্য দেশের আগে দক্ষিণ কোরিয়া এই সার্ভিস চালু করবে এবং তা খুব শীঘ্রই।

বর্তমান নেটওয়ার্কের চেয়ে ৫০ গুণ বেশি হবে 6G-র স্পিড

দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানমন্ত্রীর মতে, আসন্ন ৬জি নেটওয়ার্কের স্পিড, বর্তমান নেটওয়ার্কের চেয়ে ৫০ গুণ বেশি হবে। অর্থাৎ এখন যদি ৫জি-তে ১ জিবিপিএস স্পিড পাওয়া যায়, তাহলে ৬জি নেটওয়ার্ক চালু হলে ইন্টারনেটের গতি হবে ৫০ জিবিপিএস। শুধু তাই নয়, এই নেটওয়ার্কের কভারেজ বেশ বিস্তৃত হবে। বলা হচ্ছে যে, ৬জির কভারেজ এরিয়া হবে ১০ কিমি; যার ফলে ঠিকমত নেটওয়ার্ক না পাওয়ার সমস্যার অবসান হবে।

বিশ্বে প্রথম বাণিজ্যিক 5G চালু করেছিল দক্ষিণ কোরিয়াই

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ কোরিয়াই বিশ্বের প্রথম দেশ যারা ২০১৯ সালে মানে আজ থেকে চার বছর আগে প্রথম বাণিজ্যিকভাবে ৫জি নেটওয়ার্ক চালু করেছিল। সেক্ষেত্রে এখন, সেখানকার সরকার ৬জি নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির করতে স্থানীয় কোম্পানিগুলিকে উৎসাহিত করছে; এর জন্য সরকারের তরফে ভর্তুকিও ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া নিজের নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য সাপ্লাই চেইনের ওপর বিশেষভাবে কাজ করছে। বিশ্বমানের ৬জি প্রযুক্তি তৈরি করতে তাদের বাজেট ৪৮২.১ মিলিয়ন ডলার।

6G বিকাশের ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতও

শুধু যে বাইরের দেশই ৬জি নিয়ে কাজ করছে তা নয়। বরঞ্চ আমাদের দেশ ভারতও এই প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ভারত সরকার এর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে, এটি আইআইটি (IIT) মাদ্রাজের সাথে মিলে কাজ করবে।

Show Full Article
Next Story